Amar Hiyar Majhe Lukiye Chile Lyrics | আমার হিয়ার মাঝে | Rabindra Sangeet

Amar Hiyar Majhe Lukiye Chile Lyrics | আমার হিয়ার মাঝে | Rabindra Sangeet

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে

দেখতে আমি পাই নি,

তোমায় দেখতে আমি পাই নি।

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..

বাহির পানে চোখ মেলেছি

বাহির পানে,

Ami Banglay Gaan Gai Lyrics | আমি বাংলায় গান গাই | Pratul Mukhopadhyay

আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।

আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।

বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..