Tomay Hrid Majhare Rakhbo Lyrics | তোমায় হৃদ মাঝারে রাখবো | Folk Song

Tomay Hrid Majhare Rakhbo Lyrics

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না,

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না 

ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর 

আর পাবো না না না, ছেড়ে দেবো না 

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না

তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না। 

ভূবনো মোহনো গোরা

কোন মণিজনার মনোহরা,

ভূবনো মোহনো গোরা

কোন মণিজনার মনোহরা,

ওরে রাধার প্রেমে মাতোয়ারা

চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা,

ধূলায় যাই ভাই গড়াগড়ি।

যেতে চাইলে যেতে দেবো না না না না

যেতে চাইলে দেবো না না না যেতে দেবো না।

তোমায় হৃদয় মাঝে,

তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

যাবো ব্রজের কুলে কুলে,

যাবো ব্রজের কুলে কুলে

মাখবো পায়ে রাঙ্গাধূলি,

যাবো ব্রজের কুলে কুলে

মাখবো পায়ে রাঙ্গাধূলি,

ওরে পাগল মন ..

যাবো ব্রজের কুলে কুলে

মাখবো পায়ে রাঙ্গাধূলি,

ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে

ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে,

চলে গেলে, 

চলে গেলে যেতে দেবো না না না, 

যেতে দেবো না।

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,

তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

যে ডাকে চাঁদ গৌর বলে

ওগো ভয় কিগো তার ব্রজের কুলে,

যে ডাকে চাঁদ গৌর বলে

ওগো ভয় কিগো তার ব্রজের কুলে,

ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে

চরন ছেড়ে দেবো না না না ছেড়ে দেবো না।

তোমায় বক্ষ মাঝে,

তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না

ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর

আর পাব না না না আর পাব না।

তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না

তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

Meaning of Tomay Hrid Majhare Rakhibo Lyrics

Tomay hrid majhare rakhbo lyrics opening lines of the song, “Tomay Hrid Majhare Rakhibo Chere Debo Na,” which mean “I will keep you in my heart and never let you go,” convey the idea of eternal love and the promise to keep the memories of the beloved alive even in their absence. The singer goes on to express their sorrow at the thought of being separated from their beloved, singing “Ore Chere Dile Sonar Gour Ar Pabo Na” which means “If you leave me, I will never find another golden fair.”

Tomay hrid majhare rakhbo lyrics also contains references to the teachings of the famous Bengali poet Lalon Shah. Tomay hrid majhare rakhbo lyrics lines “Phire Chalo Shadhhu Baba, Kebla Kaj Kori, Chalo Re Cholo Re” (Let’s walk with the holy man, let’s focus on our work, let’s go, let’s go) are a nod to Lalon’s philosophy of life and his belief in the importance of hard work and spiritual growth.

The refrain of the song, “Tomay Hrid Majhare Rakhibo Chere Debo Na,” is particularly powerful, expressing the singer’s deep devotion and willingness to sacrifice everything for their beloved. The line “Tumi Je Aamar Thikana” which means “You are my only abode” emphasizes the strength of their love and the importance of their beloved in their life.

About the Author of the Song

“Tomay Hrid Majhare Rakhibo Chere Debo Na” is a Bengali folk song that has been passed down through generations and has become a cultural icon in Bengal. Tomay hrid majhare rakhbo lyrics express the deep love and devotion of the singer for their beloved and the pain of separation that they feel. The song has been performed by many artists, including the famous folk singer Lopamudra Mitra.

Tomay Hrid Majhare Rakhbo Lyrics

“Tomay Hrid Majhare Rakhibo Chere Debo Na” is a classic Bengali folk song that has become an important part of the cultural heritage of Bengal. Tomay hrid majhare rakhbo lyrics and haunting melody capture the essence of love and the beauty of life, making it one of the most beloved songs in the Bengali musical tradition. Tomay hrid majhare rakhbo lyrics continues to resonate with people across generations and borders, reminding us of the power of love and the human emotions that bind us together.

Song – Tomay Hrid Majhare Rakhbo lyrics
Vocals : Anirban Sur
Music : Neelavo Bhattacherjee
Mix & Mastering : Rupak Tiary
Recording Studio : NXTGEN Studio
Director & Shot Design : @JJ RoNN
Cinematography : Jo Ker
Edit & Fx :JJ RoNN
Color Grading : JJ RoNN
Poster and Thumbnail : JJ RoNN
Special Appearance – Supradipta Ghosal , JJ RoNN.

These are some various versions and adaptations of his songs on platform like YouTube. These are some links off the songs that have been provided here :

Similar Posts

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *