Aay Tobe Shohochori Lyrics | আয় তবে সহচরী | Sampurna 2 | Porshia Sen | Rabindra Sangeet
|

Aay Tobe Shohochori Lyrics | আয় তবে সহচরী | Sampurna 2 | Porshia Sen | Rabindra Sangeet

Aay Tobe Shohochori Lyrics আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান আন তবে বীণা আন তবে বীণা সপ্তম সুরে বাঁধ তবে তান আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি নাচিবি ঘিরি ঘিরি, গাহিবি গান পাশরিব ভাবনা, পাশরিব যাতনা…

Amar Sonar Bangla Lyrics | আমার সোনার বাংলা | Rabindra Sangeet

Amar Sonar Bangla Lyrics | আমার সোনার বাংলা | Rabindra Sangeet

Amar Sonar Bangla Lyrics তুমি মিশ্রিত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায়, আছো সারোয়ার্দী, শেরেবাংলা ভাসানীর শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলেহারা মা, জাহানারা ইমামের একাক্তরের দিনগুলি, তুমি জসিম উদ্দীনের নকশী কাথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি। তুমি তিরিশ কিংবা তার অধিক…

Nil Digante Lyrics | নীল দিগন্তে | Rabindra Sangeet

Nil Digante Lyrics | নীল দিগন্তে | Rabindra Sangeet

Nil Digante Lyrics নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে, বসন্তে সৌরভের শিখা জাগলো,  বসন্তে সৌরভের শিখা জাগলো,  নীল দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো, লাগলো নীল দিগন্তে।  আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা, আকাশের লাগে ধাঁদা রবির আলো ওই কি বাঁধা।  বুঝি ধরার কাছে…

Megh Boleche Jabo Jabo Lyrics | মেঘ বলেছে যাবো যাবো | Rabindra Sangeet

Megh Boleche Jabo Jabo Lyrics | মেঘ বলেছে যাবো যাবো | Rabindra Sangeet

Megh Boleche Jabo Jabo Lyrics  মেঘ বলেছে যাবো যাবো রাত বলেছে যাই, সাগর বলে কূল মিলেছে আমি তো আর নাই, মেঘ বলেছে যাবো যাবো। দুঃখ বলে রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে, আমি বলে মিলাই আমি আর কিছু না চাই, মেঘ বলেছে যাব যাব। ভুবন বলে তোমার তরে আছে বরণমালা, গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ…

Opare Thakbo Ami Lyrics | Kishore Kumar

Opare Thakbo Ami Lyrics | Kishore Kumar

ওপারে থাকবো আমি

তুমি রইবে এপারে

শুধু আমার দুচোখ ভরে

দেখবো তোমারে (x2)

পরবে যখন মালা আর চন্দন

ওই রাঙা চেলি আর ফুল রাখি বান্ধন

মিলন রাতের প্রদীপ হয়ে আমি

জ্বলবো বাসরে।

Amar Hiyar Majhe Lukiye Chile Lyrics | আমার হিয়ার মাঝে | Rabindra Sangeet

Amar Hiyar Majhe Lukiye Chile Lyrics | আমার হিয়ার মাঝে | Rabindra Sangeet

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে

দেখতে আমি পাই নি,

তোমায় দেখতে আমি পাই নি।

আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..

বাহির পানে চোখ মেলেছি

বাহির পানে,