Je Kota Din Lyrics | যে কটা দিন | Anupam Roy | Baishe Shrabon

Je Kota Din Lyrics

যে কটা দিন তুমি ছিলে পাশে

কেটেছিল নৌকার পালে চোখ রেখে,

আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো,

আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো।

যেটুকু রোদ ছিল লুকনো মেঘ

দিয়ে বুনি তোমার শালে ভালবাসা,

আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো,

আমার আঙ্গুল হাতে কাঁধে তুমি লেগে আছো।

তোমার নখের ডগায় তীব্র প্রেমের মানে

আমিও গল্প সাজাই তোমার কানে কানে,

তাকিয়ে থাকি হাজার পর্দা ওড়া বিকেল

শহর দুমড়ে মুচড়ে থাকুক অন্যদিকে,

ট্রাফিকের এই ক্যকোফোনি,

আমাদের স্বপ্ন চুষে খায়।

যেভাবে জলদি হাত মেখেছে ভাত

নতুন আলুর খোসা আর এই ভালবাসা,

আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো

আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো।

যেমন জড়িয়েছিলে ঘুম ঘুম বরফ মাসে

আমিও খুঁজি তোমায় আমার আশেপাশে,

আবার সন্ধ্যে বেলা ফিরে যাওয়া জাহাজ বাঁশি

বুকে পাথর রাখা আর মুখে রাখা হাসি,

যে যার নিজের দেশে,

আমরা স্রোত কুড়োতে যাই।

যেভাবে জলদি হাত মেখেছে ভাত,

নতুন আলুর খোসা আর এই ভালবাসা।

আমার দেয়াল-ঘড়ি কাঁটায় তুমি লেগে আছো

আমার দেয়ালঘড়ি কাঁটায় তুমি লেগে আছো।

যে কটা দিন তুমি ছিলে পাশে

কেটেছিল নৌকার পালে চোখ রেখে,

আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো,

আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো,

তোমার চোখে ঠোঁটে গালে আমি লেগে আছি

তোমার আঙুল হাতে কাঁধে আমি লেগে আছি।

Meaning of Je Kota Din Lyrics

In je kota din lyrics, the singer recalls the times when he and his former lover spent time together and how they used to hold hands and gaze into each other’s eyes, and how they used to look into each other’s eyes. Je kota din lyrics reminisce about the rainy days when they would wrap themselves in a shawl and express their deep love for each other. As well as this, Je kota din lyrics also mention how the speaker and the former lover used to share a deep connection between themselves, and how they felt each other’s presence in their lives when they were together.

Je kota din lyrics continues with the speaker expressing how they still seek their former lover’s company, and how they keep searching for them in their memories and dreams. Je kota din lyrics describe how the speaker still feels the same intensity of love and how they are willing to endure the pain of separation to keep that love alive.

Je Kota Din Lyrics

Overall, the song is a poetic reflection on lost love, nostalgia, and the enduring power of memories and emotions. The song was written mainly remembering his past lover whom he lost and the moments they spent together. 

A listener relates themselves to the lyrics and tone of the song due to the feeling of longing, companionship, joy in sadness. While Roy’s Je kota din lyrics continuously remind of the brighter days of their relationship through recalling memories, the visuals show how the couple drift apart and misunderstandings create a rift between them. 

About the Author of Je Kota Din

“Je Kota Din” sung by Saptarshi Mukherjee and Shreya Ghoshal and written and by the Bengali musician, songwriter, and composer, Anupam Roy.  Anupam Roy is an Indian singer, songwriter, and composer who is primarily known for his work in the Bengali film industry. The lyrics of the song “Je Kota Din” describe a nostalgic longing for a lost love and reflect on the memories and emotions associated with that relationship.

“Je Kota Din” is a soulful and melancholic song that beautifully captures the theme of longing and lost love. The song’s heartfelt lyrics and Anupam Roy’s emotive singing struck a chord with the audience, making it a big hit. Anupam Roy’s music often reflects deep emotions and his compositions have a poetic quality that resonates with listeners.

Film : Baishe Srabon
Producer : SVF Entertainment Pvt. Ltd
Writer & Diretcor : Srijit Mukherji
Singers: Saptarshi Mukherjee and Shreya Ghoshal
Composer/Lyricist: Anupam Roy

These are some various versions and adaptations of his songs on platform like YouTube. These are some links off the songs that have been provided here :

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *