Oboseshe Lyrics | অবশেষে | Arijit Singh | Kishmish
Oboseshe Lyrics কি যায় আসে মন খারাপে? সব হারা আর কি হারাবে? আচমকা ভাঙ্গা মন, পেলে ছোঁয়া নরম, এত ভাববে নাকি, তুমিই ভাবো, অবশেষে ভালোবেসে চলে যাবো অবশেষে ভালোবেসে চলে যাবো। মিলছে পায়ে পা চোখ যায় জুড়িয়ে ভাগাভাগি করে নেবো পাবো যা কুড়িয়ে, তুমি দেখো আমি আমার ভাগটাও দিয়ে দেবো, শুধু দেওয়ার ফাঁকে তোমার হাতটা…