Mon Mor Megher Sangi Lyrics | মন মোর মেঘের সঙ্গী | Hemanta Mukherjee
Mon Mor Megher Sangi Lyrics মন মোর মেঘের সঙ্গী মন মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিগ্ দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবন বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে ক্বচিৎ ক্বচিৎ চকিত তড়িৎ আলোকে, (২) ঝঞ্জন মঞ্জীর বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কলো-কলো কলমন্দ্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়-আহ্বানে। মন মোর মেঘের সঙ্গী…