Ghawr Bhange Lyrics | ঘর ভাঙে | Meghatithi Banerjee
Ghawr Bhange Lyrics ঘর ভাঙে দমকা ঝড়েমন ঢেকে যায় আঁধারে,ভালোবাসা শোনে বিচ্ছেদ নামাহাহাকার চাপা এ বুকে।রূপকথা শেষ শ্বাস ফেলেছেড়ে গেছে হাত চিরসখা,প্রণয়ে বাজে পরাজয়ের গাথাহারিয়ে গেছে চেনা বন্ধুতা। যত্নে শুকোনো গোলাপেরাআজও জানে শুরুর কথা,আদর মাখা ভোরবেলাহাতে হাত রেখে রাত জাগা।ভিড় জমানো স্মৃতিকণাআজ শুধু দেয় ব্যেথা,হারতে আমি চাইনাজেতার পথ যে অজানা,হারিয়ে গেছে চেনা বন্ধুতাখুঁজে ফিরি সেই…