Parbo Na Ami Charte Toke Lyrics | পারবোনা আমি ছাড়তে তোকে | Borbaad | Arijit Singh

Parbo Na Ami Charte Toke Lyrics | পারবোনা আমি ছাড়তে তোকে | Borbaad | Arijit Singh

Parbo Na Ami Charte Toke Lyrics ভাললাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল্লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলোমেলো মনটাকে  কি করে আর রাখে কেন আমি এত করে তোকে চাই .. পারবোনা.. আমি ছাড়তে তোকে, পারবোনা.. আমি ভুলতে তোকে, পারবোনা.. ছেড়ে বাঁচতে তোকে, হোয়ে যা…

Khachar Vitor Ochin Pakhi Lyrics | খাঁচার ভিতর অচিন পাখি | Lalon Shah

Khachar Vitor Ochin Pakhi Lyrics | খাঁচার ভিতর অচিন পাখি | Lalon Shah

Khachar Vitor Ochin Pakhi Lyrics খাঁচার ভিতর অচিন পাখিকেমনে আসে যায়।তারে ধরতে পারলে মন বেড়ি,ধরতে পারলে মন বেড়িদিতাম পাখির পায়ে।কেমনে আসে যায়,খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। আট কুঠুরী নয় দরজা আটামধ্যে মধ্যে ঝরকা কাঁটা।তার উপরে সদর কোঠা,তার উপরে সদর কোঠা,আয়না মহল তায়।কেমনে আসে যায়,খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কপালের ফের নইলে…

Sei Raate Raat Chilo Purnima Lyrics | সেই রাতে রাত ছিল পূর্ণিমা | Kishore Kumar

Sei Raate Raat Chilo Purnima Lyrics | সেই রাতে রাত ছিল পূর্ণিমা | Kishore Kumar

Sei Raate Raat Chilo Purnima Lyrics  সেই রাতে রাত ছিল পূর্ণিমা রঙ ছিল ফাল্গুনি হাওয়াতে, সেই রাতে রাত ছিলো পূর্ণিমা রঙ ছিলো ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিলো চন্দ্রিমা খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে সুর ছিলো গান ছিলো এই প্রাণে, ঐ দুটি হাত ছিলো এই হাতে কি কথা বলছিলে মন জানে। সব…

Dugga Elo Lyrics | দুগ্গা এলো | Monali Thakur | Durga Puja Song

Dugga Elo Lyrics | দুগ্গা এলো | Monali Thakur | Durga Puja Song

Dugga Elo Lyrics দেখ মন, কাশ বন দুলছে যে সারি, কবে ঢাক, দেবে ডাক  দিন গুনছে যে তারই। শিউলি মাখা গল্প, আগমনীর সুর কুমারটুলির গন্ধ ছড়ালো .. বলো বলো দুগ্গা এলো, বলো বলো দুগ্গা এলো.. রাতভোর তোড়জোড়  কত উৎসবে মাখা, টই-টই হৈ-চৈ সব ঠিক করে রাখা, করে বিষাদে আড়ি  মেতে আড্ডায় ভরপুর, বোধনের রং প্রাণে…

Thik Emon Ebhabe Lyrics | ঠিক এমন এভাবে |  Arijit Singh | Gangster | Mimi, Yash Dasgupta

Thik Emon Ebhabe Lyrics | ঠিক এমন এভাবে | Arijit Singh | Gangster | Mimi, Yash Dasgupta

Thik Emon Ebhabe Lyrics ঠিক এমন এভাবে, তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না (x2) তোরই মতো কোন একটা কেউ, কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোন একটা ঢেউ, ভাসিয়ে…

Janina Keno Ta Janina Lyrics | জানি না | Challenge | Nachiketa Chakraborty

Janina Keno Ta Janina Lyrics | জানি না | Challenge | Nachiketa Chakraborty

Janina Keno Ta Janina Lyrics জানি না… জানি না.. জানি না দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে মন মেললো স্মৃতি দু’ডানায় জানি না, কেন তা জানি না, জানি না, কেন তা জানি না। জানি না… জানি না.. জানি না। ক্ষয়ে ক্ষয়ে যাওয়া এ সময় মেনে নেয় তার পরাজয়, জীবন পড়ে ধুলোতে, হারিয়ে সঞ্চয়। যার কথা ভাসে,…

Oboseshe Lyrics | অবশেষে | Arijit Singh | Kishmish

Oboseshe Lyrics | অবশেষে | Arijit Singh | Kishmish

Oboseshe Lyrics  কি যায় আসে মন খারাপে? সব হারা আর কি হারাবে? আচমকা ভাঙ্গা মন, পেলে ছোঁয়া নরম, এত ভাববে নাকি, তুমিই ভাবো, অবশেষে ভালোবেসে চলে যাবো অবশেষে ভালোবেসে চলে যাবো।  মিলছে পায়ে পা চোখ যায় জুড়িয়ে ভাগাভাগি করে নেবো পাবো যা কুড়িয়ে, তুমি দেখো আমি আমার  ভাগটাও দিয়ে দেবো, শুধু দেওয়ার ফাঁকে তোমার  হাতটা…

Ekta Chele Lyrics | একটা ছেলে | Sahana Bajpaie

Ekta Chele Lyrics | একটা ছেলে | Sahana Bajpaie

Ekta Chele Lyrics একটা ছেলে মনের আঙিনাতে ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে বন পাহাড়ি ঝর্না খুঁজে বৃষ্টি জলে একলা ভিজে (x2) সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে, সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে। আমি তো বেশ ছিলাম চুপিসাড়ে, ছোট্ট মেয়ে সেজে একটা কোণে সবুজ বনে নীলচে আলো জ্বেলে স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে (x2) সেই ছেলেটা হঠাৎ…

Ki Mayay Bedhecho Amay Lyrics | কি মায়ায় | Belashuru | Shreya Ghoshal

Ki Mayay Bedhecho Amay Lyrics | কি মায়ায় | Belashuru | Shreya Ghoshal

Ki Mayay Bedhecho Amay Lyrics কি মায়ায় বেঁধেছো আমায়, পিয়া গো, কি মায়ায়, বেঁধেছো আমায়, বুকে ধরে রাখো আরও কাছে থাকো বুকে ধরে রাখো আরও কাছে থাকো, ভালোবেসে ফেলেছি তোমায়,  ওগো পিয়া, কি মায়ায় বেঁধেছো আমায়,  পিয়া গো, কি মায়ায় বেঁধেছো আমায়।  সানাই এর সুর বাজে .. সানাই এর সুর বাজে মন নেই কোনো কাজে,…

Ami Cheye Cheye Dekhi Saradin Lyrics | আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন | Shyamal Mitra

Ami Cheye Cheye Dekhi Saradin Lyrics | আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন | Shyamal Mitra

Ami Cheye Cheye Dekhi Saradin Lyrics আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন আজ ঐ চোখে সাগরেরও নীল আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল (x2) কবরীতে ঐ ঝরঝর কনক চাঁপা না বলা কথায় থর থর অধর কাঁপা (x2) তাই কি আকাশ হল আজ আলোয় আলোয় ঝিলমিল আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন…