Maloti Masi Lyrics

Maloti Masi Lyrics | মালতি মাসি | Arob | Unmesh Ganguly | RJ Manali

Maloti Masi Lyrics

মালতি মাসি বালতি ভরে
ফিনাইল গোলো জলে
আলগা হাতে পোছা মারো
পরিষ্কার হয় না

সখী সাজো বাসন মাজো
মশলা লেগে থাকে
মাজা বাসন এঁটো বাসন
চেনা তো যায় না

স্নিগ্ধ সকাল বেলায়
রোজই তুমি ঝগড়া করো
কোকিলের কন্ঠ তোমার সারা পাড়া শোনে
ঘরদোর ময়লা থাকে, বাসনে কয়লা থাকে
মাসি আমি তোমায় রেখে পেলাম কি জীবনে

মালতি মাসি গো পাচ্ছে বড় হাসি গো
এমন মাসি আমি চাইনে
এ মাসে দেবো না তো মাইনে

ও দাদা বাবু গো শরীর বড় কাবু গো
দাঁড়িয়েছি হাসপাতালের লাইনে
দু’হাপ্তার বেশি ছুটি চাইনে

Rap:
সুতির শাড়ি ডোরাকাটা
এক হাতে তার শলার ঝাঁটা
ক্যানিং লোকাল, মেঘলা ভোর
মালতি মাসি অন দা ফ্লোর

দশটা বাড়ি কাজ করি গো,
সবাই আমার ক্লায়েন্ট
দুষ্টু ছেলের মেস বাড়ি বা
ফ্যামিলি হোক জয়েন্ট

সকাল থেকে দুপুর আমার
বেজেই চলে নূপুর
দু একটা দিন কামাই দিলেই,
পাপ দিয়ে দেয় ঠাকুর

ও দাদা বাবু গো খাচ্ছি জল আর সাবু গো
কতদিন বিরিয়ানি খাই নে
টিপিনে বাসি রুটি চাই নে

মালতি মাসি কাল্টি মারো শর্টকাটে কাজ সেরে
আরশোলারা ফ্যামিলি নিয়ে সুখে করে বাস
কাপড় কাচো ডিস্কো নাচো, সব কটা কোল খুলে
সাদা জামা নীল হয়ে যায়, একি পরিহাস

এবাড়ির হাঁড়ির খবর ও বাড়িতে পাচার করো
ঘরে ঘরে লাগাও তুমি দাবানলের আগুন
সংসার সুখের হবে ভেবে তোমায় রেখেছিলাম
ফ্রিজ খুলে দেখি এখন উধাও আলু বেগুন

মালতি মাসি গো পাচ্ছে বড় হাসি গো
এমন মাসি আমি চাইনে
এ মাসে দেবো না তো মাইনে

মাই ডিয়ার মাসি গো পাচ্ছে বড় হাসি গো
এমন মাসি আমি চাইনে
এ মাসে দেবো না তো মাইনে

ও দাদা বাবু গো শরীর বড় কাবু গো
দাঁড়িয়েছি হাসপাতালের লাইনে
দু’হাপ্তার বেশি ছুটি চাইনে

Meaning of Maloti Masi Lyrics

Maloti Masi lyrics is a Bengali song that seems to convey a narrative through its lyrics. It tells the story of a character referred to as “মালতি মাসি” (Malati Masi), who appears to be a central figure in the song. Maloti Masi lyrics is written in a poetic and narrative style, combining traditional lyrics with elements of rap.

Maloti Masi lyrics begins by describing Malati Masi’s daily activities, where she is seen washing her clothes in a river, but her hands remain dirty. This is a metaphor for the idea that despite her efforts, she cannot cleanse herself entirely, implying that her character may have some imperfections or secrets.

The lyrics then depict Malati Masi’s love for dressing up and applying makeup, but her true desires and intentions remain hidden. She is portrayed as a mysterious and enigmatic character who cannot be easily understood.

The next part of Maloti Masi lyrics introduces a rap section, where the singer talks about their own life and struggles. They mention working hard and having various clients, including naughty boys and families, highlighting the challenges they face in their daily life.

Maloti Masi Lyrics

The lyrics also touch upon the idea of pretense and the need to maintain a certain image in society. Malati Masi is seen as someone who hides her true self behind a facade, representing the societal pressure to conform to expectations.

Maloti Masi lyrics shifts its focus to the singer’s relationship with Malati Masi, expressing the desire to understand her true nature and the longing for a genuine connection.

The rap section continues, with the singer talking about their daily routines and struggles, such as not having biryani or missing out on routine meals, reflecting the sacrifices they make in their life.

The concluding part of the song emphasizes the transformation of Malati Masi and her willingness to change. Her desire to lead a happy life is highlighted as she frees herself from societal constraints.

Maloti Masi lyrics ends with a humorous twist, where the singer discovers that even the refrigerator is empty, signifying that Malati Masi has changed her lifestyle.

In summary, Maloti Masi lyrics narrates the story of Malati Masi, a character who tries to balance societal expectations with her true self. It also delves into the challenges faced by the singer and the desire for authenticity and happiness. Maloti Masi lyrics combines elements of traditional lyrics and rap to create a unique narrative that reflects the complexities of human nature and societal pressures.

About the Author of Maloti Masi

Maloti Masi Lyrics

Maloti Masi song was both written and composed by Arob. Arob with the help of Sumedha Sengupta, sung this song. All the arrangement credits goes to Suryadeep Guha. Dipak Das & Arijit Sorkar are the producers of this song. It was mixed and mastered by Debojit Sengupta.

Composer & Lyricist : Arob
Singer : Arob & Sumedha Sengupta
Arrangement : Suryadeep Guha
Mixed & Mastered by : Debojit Sengupta
Producer : Dipak Das & Arijit Sorkar

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *