Jotne Rakha Lyrics | যত্নে রাখা | Bijoyar Pore | Ranajoy | Lagnajita
Jotne Rakha Lyrics যত্নে রাখা, আঙুল আজ অপেক্ষাতেসোহাগ মাখা, বিকেল তোমার ছোঁয়াতে। দূরত্ব জুড়ে জুড়ে শেষে কাছেই আসিজীবন সত্যি তোমায়, খুব ভালোবাসি। তুমি জানলা খুলে গেয়ো গানফিরছি আমি দিচ্ছি জানান,আমি হেঁটে এসেছি বহুদূর .. কেউ.. রাত জেগে বসে আছেভালোবাসা খুব ছোঁয়াচে,তোমার কাছে। শিশির পায়ে পায়ে জড়ালোকে যেন ডাক পাঠালো,তুমি দরজা খোলো। এই দেখো আমার ঠোঁটে…