Boka Mon Lyrics

Boka Mon Lyrics | বোকা মন | Habib Wahid | Imran Mahmudul

Boka Mon Lyrics

ভাঙবেনা বলেছিলে তাই, এই মন
সব সুখ তোমার নামে দিলাম,
যেইনা বুকেতে মেশালাম, তোমাকে
অচেনা কষ্টের খোঁজ পেলাম।

কেন বুঝিনা এমন হয়
যে জোড়ে মন, সেই ভেঙে যায়,
ভালোবাসা এমন কি হয় ?

জানিনা কিভাবে বোঝাবো তোমায়
তুমি ছাড়া আমি আজ কত অসহায়,
ভুলে যেতে চাই যত স্মৃতি তোমার
তবু বোকা মন শুধু কেঁদে মরে হায়।

স্বপ্ন যে চোখে দেখেছি, তোমারই
আজ সেই দুচোখে শুধু জল,
চাইলেই কি পারতেনা তুমি মেটাতে
জমানো যত কোলাহল।

কেন বুঝিনা এমন হয়
হাসতে গেলেও বুক ফেটে যায়,
ভালোবাসা এমন কি হয় ?

জানিনা কিভাবে বোঝাব তোমায়
তুমি ছাড়া আমি আজ কত অসহায়,
ভুলে যেতে চাই যত স্মৃতি তোমার
তবু বোকা মন শুধু কেঁদে মরে হায়।

থাকবেনা যদি সেই, কেন হাত বাড়ালে,
মিথ্যে মায়ায় তবু কেন জড়ালে?
বোঝেনারে বোকা মন
তোমাকেই খুঁজে যায়,
যায়নারে ফিরে পাওয়া ভালোবাসা হারালে।

জানোনাকি তুমি ছাড়া বেঁচে থাকা বড়ো দায়
তোমাকেই ভালোবেসে জ্বলি সুখে হায় ..

জানিনা কিভাবে বোঝাবো তোমায়
তুমি ছাড়া আমি আজ কত অসহায়,
ভুলে যেতে চাই যত স্মৃতি তোমার
তবু বোকা মন শুধু কেঁদে মরে হায়।

ভাঙ্গবেনা বলেছিলে তাই, এই মন
সব সুখ তোমার নামে দিলাম,
যেইনা বুকেতে মেশালাম, তোমাকে
অচেনা কষ্টের খোঁজ পেলাম।

কেন বুঝি না এমন হয়
যে জোড়ে মন, সেই ভেঙ্গে যায়,
ভালবাসা এমন কি হয় ?

ওরে বোকা মন কেন বোঝেনা
তোমাকে ছাড়া কত অসহায়,
কত অসহায়।

Meaning of Boka Mon Lyrics

Boka Mon lyrics exploration of love, loss, and the complexities of human emotions. The verses delve into the depths of a person’s heartache and longing, expressing the inability to comprehend the nature of love and its accompanying pains.

Boka Mon lyrics opening lines express a sentiment of unfulfilled promises and the burden of emotions carried within the heart. Despite offering all happiness in the name of the beloved, the protagonist finds themselves engulfed in unfamiliar sorrows. This sets the tone for a journey of introspection and questioning throughout the lyrics.

The recurring question “ভালোবাসা এমন কি হয়?” (“What is love like?”) echoes the confusion and uncertainty that often accompany matters of the heart. Despite experiencing laughter and joy, the heart still feels broken and heavy, hinting at the paradoxical nature of love and its ability to bring both ecstasy and anguish.

Boka Mon lyrics verses lament the inability to understand or communicate feelings effectively, symbolized by tears shed from eyes that once dreamed of happiness. The protagonist struggles to let go of memories and longs to forget, yet the heart continues to ache, emphasizing the enduring power of love’s imprint on the soul.

Boka Mon lyrics

Boka Mon lyrics also touch upon the theme of separation and the longing for a lost love. The lines “থাকবেনা যদি সেই, কেন হাত বাড়ালে, মিথ্যে মায়ায় তবু কেন জড়ালে?” (“If you won’t stay, why did you reach out your hand? Why entangle me in false illusions?”) speak to the torment of clinging to someone who has already left, highlighting the confusion and pain of unrequited love.

Ultimately, Boka Mon lyrics express a sense of resignation and acceptance of the bittersweet nature of love. Despite the protagonist’s yearning and desperation, they acknowledge their own vulnerability and the inevitability of heartache. The repetition of the refrain “ভালবাসা এমন কি হয়?” serves as a poignant reminder of the elusive and enigmatic essence of love, leaving the protagonist grappling with unanswered questions and unresolved emotions.

In summary, Boka Mon lyrics encapsulate the universal themes of love, loss, and longing, weaving together imagery of heartbreak and introspection. Through poignant verses and soulful melodies, they invite listeners to contemplate the complexities of human emotion and the profound impact of love on the human experience.

About the Author of the Song

Boka mon is a bengali song sung by Habib Wahid. Boka mon lyrics is written by Rajat Ghosh. Boka mon song tune, music and programming are all done by Imran Mahmudul. Boka mon song is directed by Saikat Reza. Boka mon was released on Youtube by Rangun Music on 14 Feb 2024.

Song: BOKA MON
Singer: HABIB WAHID
Lyrics: Rajat Ghosh
Tune, Music and Programming: Imran Mahmudul
Mix & Master: Imran Mahmudul
Label: Rangon Music Release
Date: 14-02-2024
Directed by: Saikat Reza
Cinematographer : Bikash Saha & Yasin Bin Arian
Edit : SM Tushar
Associate Director : Shahi Uddin
Publicity Design : Rakib Hossen Abir
Production : SR Film

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *