Kolkata Lyrics | কলকাতা | Praktan | Anupam Roy | Shreya Ghoshal
Kolkata Lyrics শহর জুড়ে যেন প্রেমের মরসুমআলোতে মাখামাখি আমার এ গ্রীনরুম,কখনও নেমে আসে অচেনা প্যারাসুটতোমাকে ভালোবেসে আমার এ চিরকুট। কলকাতা, তুমিও হেঁটে দেখোকলকাতা, তুমিও ভেবে দেখোকলকাতা, তুমিও হেঁটে দেখোকলকাতা, তুমিও ভেবে দেখোযাবে কি না যাবে আমার সাথে। ঘুম ভাঙে এসপ্ল্যানেডখোলা ভাঙে চীনেবাদাম,চেনা কোনো ঘাসের দাগশুয়ে থাকা কি আরাম। শহর জুড়ে যেন প্রেমের মরসুমআলোতে মাখামাখি আমার…