Chourasta Abhimaan Lyrics | চৌরাস্তা অভিমান | Suchandrika Golder
Chourasta Abhimaan Lyrics চৌরাস্তা অভিমান,বাড়ি ফেরার গান,দূরে তোমার বাড়ির পথ। চৌরাস্তা অভিমান,বাড়ি ফেরার গান,আমি পথভুলো বেইমান। যদি বলো ফিরতে চাও,তবে আঁধার সাথে নাও,এই তারায় ভরা ঘর ভেঙে যায়। চৌরাস্তা অভিমান,বাড়ি ফেরার গান,অবিকল ফিরে যাই ইশারায়। যতবার ফিরেছ তুমি,ফিরেছ আর কতবার?যত কথা বলেছ তুমি,থেমে গেছি আমি ততবার। আজ তোমার চোখেও জল,এত সহজ অবিকল,এই কাঁসার বাটি রাত…