Uriye Dhawja Lyrics | উড়িয়ে ধ্বজা | Rabindra Sangeet | Fakira
Uriye Dhawja Lyrics
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে,
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে,
ওই যে তিনি..
ওই যে তিনি, ওই যে বাহির পথে,
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে।।
আয় রে ছুটে, টানতে হবে রশি
ঘরের কোণে রইলি কোথায় বসি,
আয় রে ছুটে, টানতে হবে রশি
ঘরের কোণে রইলি কোথায় বসি,
ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে
ঠাঁই করে তুই নে রে কোনোমতে।
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে।।
কোথায় কী তোর আছে ঘরের কাজ
সে সব কথা ভুলতে হবে আজ,
কোথায় কী তোর আছে ঘরের কাজ
সে সব কথা ভুলতে হবে আজ,
টান্ রে দিয়ে সকল চিত্তকায়া
টান্ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া,
চল রে টেনে আলোয় অন্ধকারে
নগর-গ্রামে অরণ্যে পর্বতে।
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে।।
ওই যে চাকা ঘুরছে রে ঝন্ঝনি,
বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি?
ওই যে চাকা ঘুরছে রে ঝন্ঝনি,
বুকের মাঝে শুনছো কি সেই ধ্বনি?
রক্তে তোমার দুলছে না কি প্রাণ?
গাইছে না মন মরণজয়ী গান?
আকাঙ্খা তোর বন্যাবেগের মতো
ছুটছে না কি বিপুল ভবিষ্যতে?।
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে,
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ওই যে তিনি, ওই যে বাহির পথে।।
Meaning of Uriye Dhawja Lyrics
Uriye Dhawja is a Bengali patriotic and motivational song that celebrates the spirit of freedom, resilience, and the call to overcome challenges. The lyrics convey a powerful message through vivid imagery and metaphors, urging individuals to break free from societal constraints and pursue their own path, even in the face of adversity.
Uriye Dhawja lyrics recurring theme of “উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে” (Uṛiyē dhvaja abhrabhēdī rathē), which translates to “In the chariot breaking through the clouds with the flag flying high,” symbolizes the indomitable spirit and determination to overcome obstacles. The chariot is a metaphor for one’s journey in life, and the flag symbolizes freedom, courage, and the pursuit of one’s dreams.
Uriye Dhawja lyrics also speak about the importance of self-reliance and breaking free from societal norms. The lines “আয় রে ছুটে, টানতে হবে রশি / ঘরের কোণে রইলি কোথায় বসি” (Āẏē rē chuṭē, ṭānatē habē raśi / Ghōrēra kōnē ra’ilē kōthāẏa basi) suggest the need to break free from the confines of societal expectations and find one’s own place in the world.
Uriye Dhawja lyrics further emphasize the idea of perseverance and determination, encouraging individuals to face challenges head-on. The lines “কোথায় কী তোর আছে ঘরের কাজ / সে সব কথা ভুলতে হবে আজ” (Kōthāẏa kī tōra āchē ghōrēra kāj / Sē saba katha bhulatē habē āja) suggest that forgetting the trivial concerns of daily life is essential to focus on more significant goals and aspirations.
Additionally, Uriye Dhawja lyrics touches upon the theme of sacrifice and the willingness to face challenges for a greater cause. The mention of the spinning wheel (চাকা) and the rhythmic sound it produces symbolizes the relentless pursuit of a goal, even in the face of adversity.
Overall, Uriye Dhawja lyrics is a celebration of individual freedom, courage, and the determination to carve one’s own path. It serves as a source of inspiration for listeners, urging them to rise above societal expectations, pursue their dreams, and face challenges with unwavering strength. The rhythmic and uplifting composition, combined with the poignant lyrics, creates a powerful anthem that resonates with the spirit of resilience and independence.
Song – Udiye Dhawja Lyrics
Composer & Lyricist – Rabindranath Tagore
Arranged & Performed by Fakira
Recorded at Yash Raj Studios Chief
Recording Engineer – Vijay Dayal Asst.
Recording Engineer – Chinmay Mestry
Recorded at Blooperhouse Studio by Abhibroto Mitra & Swagat Karmakar, Kolkata
Videos Studio by Alok Chowdhury
Mix & Mastered by Shubho Deep Mitra (OpenReel Studio)
Produced by Dildoriya Productions
Special Thanks – Abhinaba Mukherjee, Sambit Chatterjee, Prachotosh Bhowmick (Appai), Piyush Patil, Pratik Srivastav
Director – Prantik Banerjee
Cinematographer – Subhadeep Naskar