Shono Na Ruposhi Lyrics | শোননা রূপসী | Tarif & Shifat
Shono Na Ruposhi Lyrics
সময় যখন মরুর ঝড়ে
এ মন হারায় কেমন করে,
আমি তখন যোজন দূরে
একাকি সঙ্গি মৌনতা,
আকাশ যখন আঁধার ভীষণ
এক ফোঁটা জল চেয়েছে মন,
অবহেলায় অপমানে
পেয়েছে রিক্ত শুন্যতা।
সমান্তরাল পথের বাঁকে
তোমার পথের দিশা থাকে,
সে দিশা খোঁজে তোমাকে দীপান্বিতা।
গাছের সবুজ পাতার ফাঁকে
তোমার ছোঁয়া মিশে থাকে,
সে ছোঁয়া খোঁজে তোমাকে দীপান্বিতা।।
তুমি নীলাকাশ, আপন করেছো
হঠাৎ কোন কালে কে জানে,
স্বপ্ন সীমানা, ছুঁয়ে দিয়েছো
কোন সে জাদুতে কে জানে।
আমি ছিলাম তোমার পাশে
তোমার আকাশ ভালবেসে,
সে বিশালে খুঁজেছি একটুকু ঠাঁই
তাও মেলেনি তা,
হঠাৎ যখন ছুটির খেলা
মেঘে মেঘে অনেক বেলা,
তখন সে ক্রান্তিকালে ধুম্রজালে
খুঁজছো যে বৃথা।
অশান্ত মন বোঝাই কাকে
হারিয়ে চাইছি তোমাকে,
হাতছানি দিয়ে যে ডাকে স্মৃতির পাতা।
নদীর শেষে আকাশ নীলে
স্বপ্নগুলো মেলে দিলে,
তারা বলে সবাই মিলে দীপান্বিতা।।
শোননা রূপসী, তুমি যে শ্রেয়সী
কি ভীষণ উদাসি প্রেয়সী,
নানা না, নানা না
জীবনের গলিতে, এ গানের কলিতে
চাইছি বলতে ভালবাসি।
চোখের জলেরই আড়ালে
খেলা শুধুই দেখেছিলে,
যন্ত্রণারই আগুন নীলে
পুড়েছি যে বোঝনি তা,
অভিমানে চুপটি করে
এসেছি তাই দূরে সরে,
বোঝাতে চেয়েও পারিনি
তাই বোঝাতে লুকোনো কথা।
ইটপাথরের এ শহরে
গাড়ি বাড়ির এ বহরে,
খুঁজছে এ মন ভীষণ করে দীপান্বিতা।
জীবন যখন থমকে দাঁড়ায়
স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়,
তৃষ্ণা বুকের বৃষ্টি হারায় দীপান্বিতা।
কল্পনারই আকাশ জুড়ে
নানা রঙে লোকের ভিড়ে,
দুচোখ বুজেও স্বপ্ননীড়ে দীপান্বিতা।
তুমি আমার চোখের ভাষা
তুমি আমার সুখের নেশা,
তুমি আমার ভালবাসা, দীপান্বিতা।।
Meaning of Shono Na Ruposhi Lyrics
Shono na ruposhi lyrics basically expresses longing, loneliness, and the pursuit of love and purpose in life. Shono na ruposhi lyrics first few lines show the vocalist in a reflective mood, wondering how their heart might become lost in the ebb and flow of time. It conveys a feeling of uncertainty or helplessness in the face of life’s challenges. When loneliness and distance are mentioned, it alludes to a sense of being cut off from other people. The expression “solitude of loneliness” emphasizes a feeling of seclusion and being by oneself.
As the sky begins to darken, a single drop of water symbolizes a moment of vulnerability or sadness, seeking solace within the singer’s heart. When people are going through difficult times, they may be searching for emotional comfort in order to cope. Shono na ruposhi lyrics line “In the unknown, I found profound silence” suggests that within the depths of uncertainty and unfamiliarity, the singer discovers a profound sense of stillness or peace. In this sense, it implies that there can be a certain tranquility in accepting the unknown, as well as its challenges.
Throughout the next few lines, the singer is speaking of an important crossroads in his or her life, where he or she acknowledges that someone else is guiding their path along the way. Essentially, it implies a sense of surrendering yourself and relying on someone else to give you direction and purpose in life. As indicated in the verses, finding solace in the touch of the green leaves of trees may be symbolic of the beauty and rejuvenation they provide. In the midst of the chaos of life, the touch of nature has the ability to bring comfort and peace in the chaos of things.
Shono na ruposhi lyrics final lines express admiration as well as appreciation for someone very close to their heart, describing them as a beautiful and the most delightful presence. It conveys a desire to express love and affection. The song explores themes of longing, solitude, the search for meaning, and finding solace in love, nature, and human relationships as well as in the search for meaning. It portrays a deep emotional journey and reflects the human desire for love, meaning, and understanding in the face of life’s complexities, even as it reflects a journey full of emotions.
Song : Shono na ruposhi lyrics
Singer : Tarif & Shifat
Composer : Shkahawat Ornok
Lyrics & Tune : Swaraj Deb
Director : Swaraj Deb
DOP : Yeasin & Ahsanul Islam Mizan
Editor : Jahangir alam
Production : Raj Films
Music Label : Tiger Media
Here are some YouTube links where you can listen to the song :-