Opare Thakbo Ami Lyrics | Kishore Kumar
ওপারে থাকবো আমি
তুমি রইবে এপারে
শুধু আমার দুচোখ ভরে
দেখবো তোমারে (x2)
পরবে যখন মালা আর চন্দন
ওই রাঙা চেলি আর ফুল রাখি বান্ধন
মিলন রাতের প্রদীপ হয়ে আমি
জ্বলবো বাসরে।
ওপারে থাকবো আমি
তুমি রইবে এপারে
শুধু আমার দুচোখ ভরে
দেখবো তোমারে (x2)
পরবে যখন মালা আর চন্দন
ওই রাঙা চেলি আর ফুল রাখি বান্ধন
মিলন রাতের প্রদীপ হয়ে আমি
জ্বলবো বাসরে।
Bhalobashar Morshum Lyrics মন একে একে দুইএকাকার আমি তুই,আর না চোখ ফিরিয়ে, একটু হাস। নেই, মনে কি কিছুই?তোর ঠোঁটের ডানা ছুঁই,মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাসকথারা হয়েছে নিঝুম,এ বুকে তবু বারোমাসভালোবাসারই মরশুম,ভালোবাসারই মরশুম। ডাক নামে ডেকে যাইসেই আগের তোকে চাই,সেই যে সেই তাকালেই, সর্বনাশ।। ঝড় এলে তুই, সাথে থাকলে কি ভয়তোর ঠিকানায়, পাঠালাম এ…
হতে পারি রোদ্দুর,
হতে পারি বৃষ্টি,
হতে পারি রাস্তা, তোমারই জন্যে।
হতে পারি বদনাম,
হতে পারি ডাকনাম,
হতে পারি সত্যি, তোমারই জন্যে।
তোমার নামের রোদ্দুরে
আমি ডুবেছি সমুদ্দুরে
জানি না যাব কতদুরে এখনও…
আমার পোড়া কপালে
আর আমার সন্ধ্যে সকালে
আমি শুনেছি সেদিন তুমি
সাগরের ঢেউয়ে চেপে,
নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো।
আমি শুনেছি সেদিন তুমি
নোনবালি তীর ধরে,
বহুদুর বহুদুর হেঁটে এসেছো।
যে জন প্রেমের ভাব যানেনা
তার সঙ্গে নাই লেনা দেনা,
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয়
নকল সোনা,
সে যন সোনা চেনেনা।
যে জন প্রেমের ভাব যানেনা
তার সঙ্গে নাই লেনা দেনা,
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয়
তোমাকে বুঝিনা প্রিয়
বোঝনা না তুমি আমায়
দুরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায় (x2)
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
দেখতে আমি পাই নি,
তোমায় দেখতে আমি পাই নি।
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে..
বাহির পানে চোখ মেলেছি
বাহির পানে,
আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।
আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..