Mone Thakbe Poem Lyrics | মনে থাকবে | Aranyak Basu | Munmun Mukherjee

Mone Thakbe Poem Lyrics

পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক

আমরা তখন প্রেমে পড়বো,

মনে থাকবে ?

বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে

শীতলপাটি বিছিয়ে দেব,

সন্ধে হলে বসবো দু’জন।

একটা দুটো খসবে তারা

হঠাৎ তোমার চোখের পাতায়

তারার চোখের জল গড়াবে,

কান্ত কবির গান গাইবে

তখন আমি চুপটি ক’রে

দুচোখ ভ’রে থাকবো চেয়ে

মনে থাকবে?

এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেবো

এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন

এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন

মনে থাকবে ?

আমি হবো উড়নচন্ডি এবং খানিক উস্কোখুস্কো

এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেবো।

তুমি কাঁদলে গভীর সুখে

এক নিমেষে সবটুকু জল শুষে নেব

মনে থাকবে ?

পরের জন্মে কবি হবো

তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো।

তোমার অমন ওষ্ঠ নিয়ে

নাকছাবি আর নূপুর নিয়ে

গান বানিয়ে,

মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো

মনে থাকবে?

আর যা কিছু হই বা না হই

পরের জন্মে তিতাস হবো

দোল মঞ্চের আবীর হবো

শিউলিতলার দুর্বো হবো

শরৎকালের আকাশ দেখার

অনন্তনীল সকাল হবো,

এসব কিছু হই বা না হই

তোমার প্রথম পুরুষ হবো

মনে থাকবে ?

পরের জন্মে তুমিও হবে

নীল পাহাড়ের পাগলা-ঝোরা

গায়ের পোষাক ছুড়ে ফেলে

তৃপ্ত আমার অবগাহন।

সারা শরীর ভরে তোমার হীরকচূর্ণ ভালোবাসা

তোমার জলধারা,

আমার অহংকারকে ছিনিয়ে নিল।

আমার অনেক কথা ছিলো

এ জন্মে তা যায়না বলা

বুকে অনেক শব্দ ছিল

সাজিয়ে গুছিয়ে তবুও ঠিক

কাব্য করে বলা গেল না।

এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে

পরের জন্মে মানুষ হবো

তোমার ভালোবাসা পেলে

মানুষ হবোই, মিলিয়ে নিও।

পরের জন্মে তোমায় নিয়ে

বলতে ভীষণ লজ্জা করছে,

ভীষণ ভীষণ লজ্জা করছে

পরের জন্মে তোমায় নিয়ে..

মনে থাকবে?

Meaning of Mone Thakbe Poem Lyrics

The speaker of the poem begins by remembering special times they will do together. The speaker wants to witness such experiences and keep them fresh in his mind.  In the poem the poet expressed his wishes.  He will fall in love again in the next birth and wishes of what to do with his lover are expressed in this poem.

Mone thakbe poem lyrics, poetic words and imagery used by Aranyak Basu let the reader visualise a lovely scene. He compares the beauty of his loved one to the beauty of the moon, the stars, and the beauty of nature. To express the intensity of his emotions, the poet employs metaphors like “tomar chhobi aamar chokhete,” which translates to “your image in my eyes.” The poem is an ode to love and the splendour of nature, which the author believes is tied to his lover.

Love, nature, and remembrance come together beautifully in the poem “Mon-e Thakbe Kobita.” It discusses the beauty of love, which transcends physical beauty to encompass emotional beauty and spiritual beauty as well. Mone thakbe poem lyrics serves as a reminder that love is enduring and can last a lifetime in our hearts. The poetry is brought to a whole new level during Munmun Mukherjee’s recital, and the listener will remember it for a long time.

In conclusion, mone thakbe poem lyrics is a lovely and potent poem that conveys the poet’s intense passion and love for the literary arts. Through Munmun Mukherjee’s recitation, Aranyak Basu’s words have been brought to life, and combined with his, they have produced a stunning work of art that is guaranteed to move many people. The poem serves as an example of how words have the power to express the beauty of life and keep it alive.

About the Author of the Song

Recitation of the mone thakbe poem lyrics by Munmun Mukherjee. Aranyak Basu is the author of a Bengali poem. Aranyak Basu, Priti Pandit, Kritee Roy, and many other different artists in their own ways contributed to the vocals for Mone Thakbe Bangla Kobita Abritti.

Beautiful poem “Mone Thakbe Kobita” was penned by well-known Bengali poet Aranyak Basu. The poet’s deep need for the ability of language to record and save treasured memories is expressed in the poem. The poem has been read by renowned Bengali recitation artist Munmun Mukherjee, whose soulful recital brings out the poem’s emotional depth.

Mone Thakbe Poem Lyrics

Munmun Mukherjee’s reading of the poetry is a pleasure for the ears. In her passionate voice, she brings out the beauty and emotion of the poetry. The poem has a melodic element from her clear intonation and enunciation that increases its overall impact. Her recital of the poem, which is about the eternal power of love, perfectly encapsulates its main idea.

Poem : Mone Thakbe Poem Lyrics
Written by : Aranyak Basu
Recitation by : Munmun Mukherjee

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *