Ebhabei Chole Jabo Lyrics | এভাবেই চলে যাবো । Prameya
Ebhabei Chole Jabo Lyrics এভাবেই চলে যাবো দুদিনের ভাড়াবাড়ি ছেড়েআমরা তাদেরই মত, ঘুরপথে যারা ঘরে ফেরেআবারও বিকেল হবে অ্যান্টেনা ছুঁয়ে কাটা ঘুড়িদুজনায় শেষ দেখা হয়ত বছর দশ কুড়ি আজও ঝড় হয়, ছাদে এলোকেশে ভেজে অভিমানীআজ ভয় হয়, শহরের শূন্যতা জানিআজও ঝড় হয়, ছাদে এলোকেশে ভেজে অভিমানীআজ ভয় হয়, শহরের শূন্যতা জানিতবুও রাতের ট্রেনে, জানালার সিট রাখি…