Boyosh Lyrics | বয়স | Golpo Band
Boyosh Lyrics একটা দীর্ঘশ্বাসভীষণ আক্ষেপ!ভুলগুলো আর শুধরানো হয়না!শেষ বিকেল এবং সন্ধ্যার ধোঁয়াশায়ধীরে ধীরে ফুরিয়ে যায় জীবনের সময়,ব্যর্থতা এবং অপ্রাপ্তির মাঝেই আমার বোধদয়এভাবেই কি বেড়ে যায়?আমার বয়স? তুমি কান্নায় আছআমার আটকে থাকা আবেগ,আমি তোমায় ভেবে, পথ হারিয়েহারাই গভীর ক্ষতে। তুমি বুকের মধ্যখানেআমার থমকে থাকা শ্বাসে,আমি তোমায় ভেবে, কূল না পেয়েদাঁড়াই পথের মাঝে। হয়তো কোনো এক সকালেহয়ত…