Oporadhi Lyrics | অপরাধী | Arman Alif
Oporadhi Lyrics
একটা সময় তোরে আমার সবই ভাবিতাম
তোরে মন পিঞ্জরে যতন করে
আগলায়া রাখতাম
তোর হাসি মুখের ছবি দেইখা
দুঃখ পুষাইতাম,
তুই কাঁদলে পরে কেমন করে
হারাইয়া যাইতাম(x2)
ওরে মনের খাঁচায় যতন কইরা
দিলাম তোরে ঠাঁই,
এখন তোর মনেতেই আমার জন্য
কোন জায়গা নাই
ওরে আদর কইরা পিঞ্জরাতে
পুষলাম পাখি-রে
তুই যা রে যা উইড়া যা রে
অন্য খাঁচাতে
ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা
দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার
অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধী
তোর ক্ষমা নাই রে..
তোরে স্কুল পলাইয়া একটা নজর
দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমায়
আবেগ কিনিতাম
অরে রাইত এর পর রাইত জাগিয়া
গান লিখিতাম
আমার সেই গানেরও সুরে তোরে
খুঁজিয়া লইতাম(x2)
এখন একলা একা সময় গুলো
কাটাই কেমনে
এত ভালোবাসার পরেও আমার
কম কি ছিল রে ?
রোজ রাইতে আমায় জোনাক পোকা
কানে কানে কয়
তুই দেইখা লও রে ত্রিভুবনে
কেউ তো করো নয়
ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা
দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার
অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধী
তোর ক্ষমা নাই রে..
তোর নামের পাশে সবুজ বাতি
আর তো জ্বলে না
এখন রাত্রি জুইড়া কেউ তো আর
মায়া লাগায় না
কারো হাসি মুখের ছবি দেইখ্যা
ঘুম আর ভাঙ্গে না
কেউ আরএর দোকানটাতেও
ভিড় জমায় না(x2)
এখন তারার মতো জ্বলে নেভে কষ্টগুলা রে
আমি গিটার এর সুর সাথে লইয়া
ভালোই আছি রে
রোজ রাইতে আমায় জোনাক পোকা
কানে কানে কয়
তুই দেইখা লও রে ত্রিভুবনে
কেউ তো করো নয়
ও মাইয়া রে, মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা
দে ফিরাইয়া দে
আমার অনুভূতির সাথে খেলার
অধিকার দিল কে
মাইয়া তুই বড় অপরাধী
তোর ক্ষমা নাই রে.. (x2)
Meaning of Oporadhi Lyrics
Oporadhi lyrics talks about the time when the used to think the other person his everything and placed the person in my heart with utmost care. And when the person used to cry, the other person felt lost. When the person thinks that the other person is everything he used to forget all his miseries by remembering the other person’s smiling face. The song describes the person’s pain that he let you stay in his heart with such care and affection and now there’s no place for him in the other person’s heart.
Oporadhi lyrics also describes love as a bird, and the person cared love as a bird. And the bird flies away in someone else’s heart. And the person thinks the other person is the culprit because the person didn’t give the same value of love as the other person did. And the person wants his love to be backed and the person doesn’t have the authority to play with his feelings. Therefore we can understand that the song is romantic as well as soulful, and the narrator is expressing his feelings towards the girl he loved.
About the Author of the Song
“Oporadhi” is performed by Arman Alif which was released in 2018. Arman Alif wrote the Oporadhi lyrics and Ankur Mahamud composed the music. Arman Alif lent his own soulful voice to this magnificent tragic ballad, which has become the anthem of all failed loves. Eagle Music has the songs for sale. “Oporadhi” is covered and performed by the Bengali band “Charpoka”. Imran Hossen performs this cover, which was released in 2019 in youtube.
The song was launched in 2018 and rapidly went viral thanks to its stirring Oporadhi Lyrics and heartfelt melody, which resonated with audiences not just in Bangladesh but also elsewhere. Tanjin Tisha, a singer and actress from Bangladesh who also participated in the song’s music video, sang the song even though Arman Alif was oporadhi lyrics’ author.
Instruments Used in the Oporadhi Lyrics
The song’s musical components include the following:-
- Guitar: The song’s main instrument and one that primarily determines the rhythm and atmosphere is the guitar.
- Keyboard – The keyboard adds layers to the song’s melody and provides the background music.
- Drums: The beat and speed of the music are provided by the drums, which gives the song more life and vigor.
- Bass guitar: The bass guitar supports the other instruments and gives the music a strong basis.
- The intermission of the song also includes a violin, which gives it depth and a hint of sorrow.
- Overall, the interplay of various instruments produces a distinctive sound that heightens the emotional impact of the oporadhi lyrics and melody.
Song: Oporadhi Lyrics
Singer: Arman Alif
Lyrics & Tune: Arman Alif
Guitar: Shihab rayhan
Music: Ankur Mahamud
Starring: Anan, Sumaiya Anjum, Tuhin Chowdhury
DoP: Johir Rayhan
A/DoP: Shuvo
Light Gaffer: Md Ziaur Rahman
Production Manager: Sumon Patwary
Makeover: Akash, M A Sagor Rana
Edit & Color: Shamim Hossain
Story: Eagle Team
Graphic Design: Nadia
Post: Eagle Creative House
Label: Eagle Music
Direction: Eagle Team
These are some various versions and adaptations of “Oporadhi ” songs on platform like YouTube. These are some links off the songs that have been provided here :