Kichu Kotha Lyrics | কিছু কথা | Muhammad Irfan
Kichu Kotha Lyrics
না.. কিছু কথা জমে আছে বলবো তোমায়
ভালোবাসা ভালোবেসে ডাকছে আমায়
কিছু কথা জমে আছে বলবো তোমায়
ভালোবাসা ভালোবেসে ডাকছে আমায়
তুমি বিকেলের গো দুধের রং
যাকে মন খুলে সব বলা যায়
তুমি বলো না আমার
কেন দেরি আশা
তুমি বলো না আমার
কেন দেরি আশা
গ রে সা গ রে সা নিঃ সা ধা নিঃ ম পা নিঃ সা
গ রে সা গ রে সা নিঃ সা রে ম পা ধা পা রে রে ম পা নিঃ রে সা
কল্পনা দিয়েছি আড়ি
গল্প যা লেখা আছে সামনে আমার
অল্প করে চিনেছি তোমায়
ইচ্ছে মন খুলে ডাকলো আমার
চোখের আড়ালে কি মায়া জড়ালে
কাছে থাকার বাহানায় ও
তুমি বলো না আমায়
কেন দেরি এ আশায় ও
তুমি বলো না আমায়
কেন দেরি এ আশায়
আজকের হাওয়া, চন্নো ছাড়া
কিসের টানে এত আগলে রাখা
এলো মেলো ভাবনাগুলো
নিয়ম করে রোজ করেছে দেখা
চোখের আড়ালে কি মায়া জড়ালে
কাছে থাকার বাহানা ও
তুমি বলো না আমায়
কেন দেরি এ আশায় ও
তুমি বলো না আমায়
কেন দেরি এ আশায়
Meaning of Kichu Kotha Lyrics
Kichu kotha lyrics is a deeply emotional and poetic expression of love, longing, and the unspoken bond between two souls. At its heart, the song is about someone who has kept many emotions buried within, waiting for the right moment to express them to the person they love. Kichu kotha lyrics repeated line, “কিছু কথা জমে আছে বলবো তোমায়, ভালোবাসা ভালোবেসে ডাকছে আমায়,” sets the tone for the entire song. It introduces a confession, an inner monologue that balances between hesitation and desire.
Kichu kotha lyrics lines, “তুমি বিকেলের গো দুধের রং, যাকে মন খুলে সব বলা যায়,” use rich metaphors. Here, the beloved is compared to the soft milky hue of evening with something comforting and familiar, someone to whom the speaker can open up completely. However, there is a paradox. Even though this person feels safe and approachable, a lingering question remains: “তুমি বলো না আমার, কেন দেরি আশা?” The speaker is caught between vulnerability and anticipation. They are trying to understand why love is delayed and why the connection hasn’t fully blossomed yet.
Musically, the song incorporates classical notes, “গ রে সা গ রে সা নিঃ সা ধা নিঃ ম পা নিঃ সা, গ রে সা গ রে সা নিঃ সা রে ম পা ধা পা রে রে ম পা নিঃ রে সা,” which suggest a harmony between music and emotion. These swaras are not used randomly; they mirror the mood of longing and beauty conveyed through the lyrics. The melody, like the emotion, moves in waves and rising with yearning and sinking with a deep plea.

Kichu kotha lyrics middle verse, “কল্পনা দিয়েছি আড়ি, গল্প যা লেখা আছে সামনে আমার,” talks about letting go of fantasies. The speaker is prepared to face reality and the story that lies ahead, even if it is uncertain or unwritten. There is a gentle realization that they have only just begun to understand the person they love. This is further expressed in the line, “অল্প করে চিনেছি তোমায়, ইচ্ছে মন খুলে ডাকলো আমার,” where their heart is wide open, eager, and calling. Yet, a sense of emotional distance lingers, as though the beloved is near but not fully present.
Kichu kotha lyrics line, “চোখের আড়ালে কি মায়া জড়ালে, কাছে থাকার বাহানায় ও,” adds a beautiful layer of mystery. The beloved appears close, yet might be hiding their true emotions. There is intimacy, but it is wrapped in a subtle, almost playful ambiguity. The speaker is left wondering why there is still hesitation. If both individuals feel something strong, what is causing the delay in admitting it? The repeated plea, “তুমি বলো না আমায়, কেন দেরি এ আশায়,” evolves into more than just a question; it becomes a heartfelt cry of longing.

Kichu kotha lyrics final verse, “আজকের হাওয়া, চন্নো ছাড়া, কিসের টানে এত আগলে রাখা,” the speaker expresses a sense of confusion. Thoughts have become scattered, feelings are intense, and the weight of love is quietly shaping their daily existence. The beloved, whether knowingly or unknowingly, has become a part of their routine, as captured in the line, “এলো মেলো ভাবনাগুলো, নিয়ম করে রোজ করেছে দেখা.”
In conclusion, kichu kotha lyrics is a poetic journey into the psychology of love. It is not loud or dramatic, but rather quiet and introspective. It reflects the struggle of expressing love when both people seem to feel deeply but are hesitant to say it out loud. The vulnerability of opening one’s heart and the aching silence of waiting are at the song’s emotional core. Through its music, metaphors, and repetition, it captures the soulful beauty of emotional intimacy and the timeless ache of unspoken love.
Song – Kichu kotha
Singer – Muhammad Irfan , Anwesshaa
Music – Lincon
Lyrics – Lincon
Programming – KD
Flim Name – Aarii
Mix Mastered – Suraj Nag
Voice Dubbing – Studio Acoustic by Siddheshwar Bannerjee
Director of Choreography : Adil Shaikh
Other songs of Aariii :- Aarii Title Track Lyrics