Kalachan Lyrics | বন্ধু কালাচাঁন | Tosiba | FA Pritom | Alif | Pronome Nafi

Kalachan Lyrics

আদর কইরা ডাকব জান

কাছে একটু আইয়া যান

মনের কথা হই না জান

কী জাদুতে মারছেন আমায় বাণ

আদর কইরা ডাকব জান

কাছে একটু আইয়া যান

মনের কথা হই না জান

কী জাদুতে মারছেন আমায় বাণ

কী জাদুতে মারছেন আমায় বাণ

হাতটা ধরেন না

ভাব নিয়েন না

কেন চোখের ভাষা

বুঝেন না

জ্বালা দিয়েন না

দূরে যায়েন না

মইরা গেলে আমায় খুঁজে

পাইবেন না

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

হায়রে, ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

আগাগোড়া মেকাপ কইরা দেখাও তুমি ঢং

তোমার পান তুমি খাও, ঠোঁটে লাগাও রং

এই তুমি অনেক ক্রেজি

তোমার নাটক বুঝি

আয় তি তি তিতি কইরা

ময়না পাখি খুঁজি

মন আমার বোকাসোকা

পোলা বোকা না

আমি শুধু খাইছেন কি

বাবু খোঁকা না

তোমার মনের ব্যাপার স্যাপার

কাটলো প্রেমের খাল

শাড়ি পইরা টিপ মাইরা

ঠোঁট করি লাল লাল

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

হায়রে, ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ডুব না দিলে প্রেমের জলে

জীবন যাবে হায় বিফলে

আইসো আমার মনমহলে

ভাসাইব আদরের সম্পদ

খাইয়া যাও না রসের ভরা পান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

ওরে কালাচান

তোমার লাগি মন করে আনচান

হায়রে, ওরে কালাচান

একখান বাটার পান খাইয়া যান

Meaning of Kalachan Lyrics

Kalachan lyrics appears to be in Bengali, and it seems to convey a mix of emotions, including love, longing, and perhaps a sense of mystique. The lyrics describe a person who is yearning for affection, someone they adore, but they remain distant and unresponsive. Kalachan lyrics seems to express the complexity of this unrequited love, as well as the narrator’s frustration and confusion.

The repeated lines “কী জাদুতে মারছেন আমায় বাণ” (What magic are you using to wound me with your words) underscore the bewilderment and hurt that the narrator feels due to the person’s actions. This suggests that the person they love is using words or gestures that are emotionally affecting, perhaps in a negative way.

The lyrics continue to describe how this person doesn’t hold their hand, doesn’t express their thoughts, and doesn’t make an effort to understand the narrator. The use of metaphors, like “জ্বালা দিয়েন না” (doesn’t burn), adds to the sense of detachment and indifference from the loved one.

The reference to “ওরে কালাচান” (Hey, Kalachan) may be the name of the person they are addressing or perhaps a term of endearment. This person is portrayed as someone whose actions are enigmatic and confusing. The mention of eating “একখান বাটার পান” (buttered betel leaf) might symbolize indulgence in something sweet and pleasurable, contrasting with the narrator’s emotional turmoil.

Kalachan Lyrics

Kalachan lyrics suggests that the narrator is willing to go to great lengths to win the affection of the person they love. There are references to the person’s colorful antics, their love for drama, and their pursuit of the “ময়না পাখি” (Mayna bird) in their performance or behavior.

The later part of Kalachan lyrics conveys a sense of resignation and disappointment in love. The lyrics talk about the narrator’s confusion and the inability to understand the other person’s feelings. The repetition of “ওরে কালাচান” serves as a refrain emphasizing the mystique and allure of this person, who remains distant and difficult to comprehend.

In the end, Kalachan lyrics seems to reflect the emotional complexity of unrequited love, the confusion it brings, and the sense of longing for someone who remains elusive and enigmatic. The narrator expresses a willingness to go to great lengths to win their affection, even though the relationship seems to be fraught with difficulties and unanswered questions.

Overall, Kalachan lyrics conveys a sense of deep emotional turmoil, longing, and the mysteries of love that remain unsolved, even as the narrator is willing to do anything to win the affection of the person they adore.

About the Author of Kalachan

Kalachan Lyrics

Kalachan was sung by Tosiba Begum, a famous singer and youtuber from Bangladesh, along with the help of a famous rapper FA Pritom, who is also the composer of this song. The lyrics of Kalachan is written by an exceptional person named, Salahuddin Shagar. this song was directed by a person with immense talent, Nazmul Evan.

Song : Kalachan
Singer : Tosiba Begum & FA Pritom (rap)
Lyric : Salahuddin Shagar
Music & Mixing : Tune House
Composer : FA Pritom
Director : Nazmul Evan
Cast : Alif Chowdhury, Nafisa Nushrat Pronome, Sabbir Ahmed Sinra

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *