Guruchandali Lyrics

Guruchandali Lyrics | গুরুচন্ডালী | Oirabot |

Guruchandali Lyrics | গুরুচন্ডালী

Guruchandali Lyrics

আমি কেমনে তোমায় রাখি গো
কোন বাধনে বাঁধি গো,
তুমি ছাড়া হৃদয় অচেতন
হুম, তুমি-ছাড়া হৃদয় অচেতন।

তুমি আমার অমুক-তমুক
আমি তোমার কিতা গো?
না জানিলো উদাসী এই মন।

তুমি আমার বন্ধু নিরঞ্জন
আমি কাটায়েছি দুর্যোগের জীবন,
তুমি আমার বন্ধু নিরঞ্জন
আমি কাটায়েছি দুর্যোগের জীবন,
হায়রে জলের ভরে বাস করিয়া
পিপাসাতে হয় মরণ,
তুচ্ছ আমার জ্ঞানের আয়তন
হুম, তুচ্ছ আমার জ্ঞানের আয়তন।

এমনও নিদানের দিনে বিনীত প্রার্থনা গো
লক্ষ্য-কোটি ভুল আর ত্রুটি করিও মার্জনা গো,
শোনাইবো তোমারে আজ
করেছি বাসনা গো,
ঐরাবতের হৃদয় হতে ক্ষুদ্র এ রচনা
আমি কি করিবো, কোথায় যাবো,
কোন সাধনে পাবো গো?
আর একটি বার তোমারই দর্শন
আর একটি বার তোমারই দর্শন,
কোন বাধনে বাঁধি আমি
কেমনে তোমায় রাখি গো?
তুমি ছাড়া হৃদয় অচেতন
তুমি-ছাড়া হৃদয় অচেতন।

তুমি ছাড়া তুমি ছাড়া
তুমি-ছাড়া তুমি ছাড়া,
তুমি ছাড়া তুমি ছাড়া
তুমি-ছাড়া হৃদয় এ
তুমি ছাড়া হৃদয় অচেতন।

Meaning of Guruchandali Lyrics

Guruchandali lyrics reflects a deep sense of longing and introspection, exploring the theme of separation and the emotional turmoil that ensues from it. The lyrics convey a poignant narrative of a person grappling with the absence of their beloved, depicting the profound impact it has on their consciousness and emotional state.

Guruchandali lyrics opening lines, “আমি কেমনে তোমায় রাখি গো / কোন বাধনে বাঁধি গো,” express the speaker’s contemplation on how they can keep their beloved close despite the constraints of circumstances or barriers. The repetition of “তুমি ছাড়া হৃদয় অচেতন” emphasizes the feeling of emptiness and unconsciousness in the heart in the absence of the beloved.

As the song progresses, the speaker delves deeper into their emotional turmoil, questioning their own worth and purpose without their beloved by their side. They express a sense of melancholy and resignation, as seen in the lines “না জানিলো উদাসী এই মন” and “তুমি আমার বন্ধু নিরঞ্জন / আমি কাটায়েছি দুর্যোগের জীবন.”

Guruchandali lyrics imagery of thirst and desolation in the lines “হায়রে জলের ভরে বাস করিয়া / পিপাসাতে হয় মরণ” portrays the speaker’s intense longing and suffering in the absence of their beloved. The juxtaposition of their own insignificance with the vastness of knowledge highlights their feelings of inadequacy and helplessness.

Guruchandali Lyrics

Guruchandali lyrics also touches upon the theme of seeking solace and redemption through prayer and introspection. The lines “এমনও নিদানের দিনে বিনীত প্রার্থনা গো / লক্ষ্য-কোটি ভুল আর ত্রুটি করিও মার্জনা গো” reflect the speaker’s plea for forgiveness and guidance amidst their struggles and mistakes.

Throughout the song, there is a sense of yearning and desperation conveyed through the repetition of phrases like “তুমি ছাড়া তুমি ছাড়া,” underscoring the central theme of separation and its profound impact on the speaker’s emotional well-being.

In essence, this song is a poignant exploration of love, loss, and longing, capturing the depth of human emotion and the enduring struggle to find meaning and solace in the absence of the beloved. It encapsulates the universal experience of heartache and the quest for connection and redemption amidst life’s trials and tribulations.

About the Author of the song

Guruchandali Lyrics

Guruchandali is a bengali song sung by Mehrab Chowdhury from Oirabot Band. Guruchandali was written and the music tune by Mehrab Chowdhury. Audio recording, mixing and mastering by Shafiq. Guruchandali video song animated by Avilash Saha. Guruchandali song was released on oirabot youtube channel on Oct 20, 2023.

Song : Guruchandali
Vocal : Mehrab Chowdhury
Composition : Oirabot
Lyricist : Mehrab Chowdhury
Guitar : Anik Deb
Bass : Saymon Khan
Keyboard : Lit D Nar
Drum : ND Sunny

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *