Ekbar Ghure Dara Lyrics | একবার ঘুরে দাঁড়া | Souvik Biswas
Ekbar Ghure Dara Lyrics
ধর্ম অধর্ম কার রক্ষক তুই একবার ভেবে দেখ
অসহায় মানুষের হাহাকার গুলো তুই একবার শুনে দেখ
মানুষ আজ রাস্তায় বিচারের দাবিতে বাড়ছে ক্ষোভ দিন দিন
তোকেও কাঁদতে হবে ওরে পাষাণ তুই বুঝবি ঠিক একদিন
একবার ঘুরে দেখ ঘুরে দাঁড়িয়েই দেখ না
শুনতে কি পাচ্ছিস অত্যাচারিত এই জনগণের কান্না
একবার ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়িয়েই দেখ না
ঊর্ধ্বতনের চাপে বেঁকে যাওয়া শিরদাঁড়া সোজা করা যায় কিনা
কলরব উঠলেই থর থর কেঁপে যায় রাজার সিংহাসন
দাবার গুটির মতো ব্যবহৃত হোস তুই বিচার পাইনা জনগণ
তোর ই ক্ষমতা আছে শেষ করার এই অন্যায় অত্যাচার
তুই ঘুরে দাঁড়ালেই ফুটবে আসার আলো আসবে ন্যায়বিচার
একবার ঘুরে দেখ ঘুরে দাঁড়িয়েই দেখ না
শুনতে কি পাচ্ছিস অত্যাচারিত এই জনগণের কান্না
একবার ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়িয়েই দেখ না
ঊর্ধ্বতনের চাপে বেঁকে যাওয়া শিরদাঁড়া সোজা করা যায় কিনা
রাতের অন্ধকারে নরপিশাচের দল খুবলে খেলো এক প্রাণ
শেষ করে দিলো তার সকল স্বপ্ন শেষ হলো তার জীবনাভিযান
এই মেয়ে হতো যদি নিজের মেয়ে পারতিস কি চুপ করে থাকতে
দেখতে পেতিস যদি নিথর দেহ টা পারতিস কি অপরাধ ঢাকতে
(জবাব চাইছে তোর মা
জবাব চাইছে তোর বোন
জবাব চাইছে প্রেমিকা
জবাব চাইছে জনগণ)-২
কবে দেওয়ালে তোর পিঠ ঠেকে যাবে তুই করবি প্রত্যাঘাত
কবে উঠবে সেই নতুন সূর্য্য কবে হবে সেই আশার প্রভাত
একবার ঘুরে দেখ ঘুরে দাঁড়িয়েই দেখ না
ঊর্ধ্বতনের চাপে বেঁকে যাওয়া শিরদাঁড়া সোজা করা যায় কিনা
একবার ঘুরে দাঁড়া ঘুরে দাঁড়িয়েই দেখ না
শুনতে কি পাচ্ছিস অত্যাচারিত এই জনগণের কান্না ।
Meaning of Ekbar Ghure Dara Lyrics
Ekbar ghure dara lyrics expresses a powerful critique of social injustice and the responsibilities of those in power. It calls upon the listener symbolically represented as a “stone-hearted” figure to reflect deeply on the cries of the helpless and the oppressed. Ekbar ghure dara lyrics repeated exhortation to “look around” and “stand up” serves as a rallying cry for awareness and action against tyranny and abuse.
Ekbar ghure dara lyrics convey a sense of urgency, highlighting the growing frustration among the people who are demanding justice. The imagery of a king’s throne trembling in response to the uproar of the masses illustrates the fragility of power when confronted with collective dissent. It suggests that those in authority often disregard the suffering of the people, treating them as mere pawns in a game of power.
Moreover, ekbar ghure dara lyrics addresses the brutal realities faced by victims of violence and oppression, portraying a particularly poignant scenario where a woman’s life and dreams are snuffed out. The rhetorical questions posed—what if the victim were someone close to the listener—serve to challenge the complacency and apathy often seen in society. It emphasizes empathy and personal connection, urging individuals to consider the humanity behind the statistics and news reports.
The refrain calls for introspection and resilience, suggesting that true strength lies in standing firm against injustice rather than bending to the pressures exerted by those in higher positions. It questions the listener’s commitment to fight against wrongdoing and to envision a future where justice prevails. The imagery of a new dawn symbolizes hope and the possibility of change, underlining the belief that collective action can lead to a brighter future.
Ekbar ghure dara lyrics repeated plea for awareness also reflects a broader societal commentary on the need for accountability among leaders. The insistence that “answers are being demanded” by various figures in a person’s life—mother, sister, partner, and the community—underscores a communal expectation for justice and action. It serves as a reminder that the struggle against oppression is not just a political issue but a deeply personal one that affects everyone.
In summary, ekbar ghure dara lyrics song is a passionate appeal for social justice, urging listeners to awaken to the plight of the oppressed and to challenge the status quo. It champions the idea that collective strength and empathy can pave the way for a future where justice and equity reign, encouraging individuals to take a stand against oppression and advocate for the rights of the marginalized. Through its evocative language and imagery, it seeks to inspire a movement towards change, reminding everyone of their role in the fight for justice.
Song : Ekbar Ghure Dara
Original Song Lyrics : Souvik Biswas
Composer: Souvik Biswas
Vocal: Souvik Biswas
Guitar: Subhajit Biswas
Video: Tirthankar Biswas
Photos: Miscellaneous source