Ebar Pujoy Chai Amar 2.0 Lyrics

Ebar Pujoy Chai Amar 2 0 Lyrics | এবার পুজোয় চাই আমার ২.০ | Nilasha Roy

Ebar Pujoy Chai Amar 2 0 Lyrics

বন্ধু আমার সাদামাটা
মনের কথা বোঝে না,
জীবন আমার কষ্টে গেল
সুখের দেখা পেলাম না।

বন্ধু আমার সাদামাটা
মনের কথা বোঝে না,
জীবন আমার কষ্টে গেল
সুখের দেখা পেলাম না।
তার কথাই শেষ কথা হয়
আমার কথা শোনে না,
এখন আমি কি যে করি
মনে বড়ই যন্ত্রনা।

ঘুরতে নিয়েও যায় না
শপিং যে আর করায় না,
হায়রে কপাল পুড়লো আমার
মনে বড়ো জ্বালা রে।

এবার পুজোয় চাই আমার
বেনারসি শাড়িরে,
নইলে যে তোর করবো না ঘর
যাবো বাপের বাড়িরে।

এ.. এক্সপেন্সিভ জিনিস যত এক্সপেন্সিভ জিনিস
এটা ওটা সেটা কিনে টাকা করে ফিনিস,
মাসের শুরু শেষে তার শপিং করা লাগে
স্কিন কেয়ারের প্রোডাক্ট সাথে আরও কি কি লাগে।
ইনকাম আমার পাঁচ টাকা, তার খরচ দশ টাকা
বলতে বলতে হাজার টাকা
এখন আমার পকেট ফাঁকা,
কিনে দেবো শাড়ি তোকে
কিনে দেবো শাড়ি গাড়ি,
আদি মোহিনীমোহন থেকে কিনে দেবো শাড়ি।

বিয়ের আগে স্বপ্ন কত
দেখাতি রাত জাগাইয়া,
রাণী করে রাখবি আমায়
সোনা দিয়া বাঁধাইয়া।

টাকা দিবি গয়না দিবি
ছিল মনের বাসনা,
এখন বুঝি সবই ছিল
মিথ্যে তোর বাহানা।

এইবার গেলে আর আসবো না
কোনো কথা তোর শুনবো না,
মিছে ভালোবাসায় আর
গলবে না এ মনটা রে।

নাকছাবি আর ঝুমকোলতা
এবার আমার চাই রে,
নইলে যে তোর করবো না ঘর
যাবো বাপের বাড়িরে।
এবার পুজোয় চাই আমার
বেনারসি শাড়ি রে,
নইলে যে তোর করবো না ঘর
যাবো বাপের বাড়ি রে।

Meaning of Ebar Pujoy Chai Amar 2 0 Lyrics

Ebar pujoy chai amar 2 0 lyrics is a humorous yet emotional portrayal of a relationship where one partner, most likely the woman, expresses her frustrations, disappointments, and desires toward her simple-minded partner. At its core, the song reflects everyday conflicts, expectations, and emotional negotiations that happen within relationships, mixing satire, affection, and social commentary. Ebar pujoy chai amar 2.0 lyrics begins with the lament “বন্ধু আমার সাদামাটা, মনের কথা বোঝে না”, where the woman complains that her partner cannot understand her feelings or emotions.

Ebar pujoy chai amar 2 0 lyrics continues with “জীবন আমার কষ্টে গেল, সুখের দেখা পেলাম না”, expressing that her life has passed mostly in struggles without finding happiness. Even though they share a life together, she admits with pain that “তার কথাই শেষ কথা হয়, আমার কথা শোনে না”, meaning her partner always insists on the final word and never listens to her. This imbalance creates emotional suffering, summarized in “এখন আমি কি যে করি, মনে বড়ই যন্ত্রনা”.

As the song develops, her frustrations expand into practical and social complaints. She says “ঘুরতে নিয়েও যায় না, শপিং যে আর করায় না”, noting that he does not take her out for outings or even for shopping. Ebar pujoy chai amar 2 0 lyrics neglect leaves her disheartened, expressed in “হায়রে কপাল পুড়লো আমার, মনে বড়ো জ্বালা রে”. The tone shifts when she sets a clear demand during the festive season: “এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়িরে, নইলে যে তোর করবো না ঘর, যাবো বাপের বাড়িরে”.

Ebar Pujoy Chai Amar 2.0 Lyrics

Ebar pujoy chai amar 2 0 lyrics playfully but firmly warns that unless she gets a Banarasi sari for Durga Puja, she will not stay with him and instead go back to her father’s house. This reflects both the cultural importance of Puja gifts and the expectation of love being shown through material gestures.

Ebar pujoy chai amar 2 0 lyrics male partner’s perspective then appears, revealing the financial tension. He humorously explains with “এক্সপেন্সিভ জিনিস যত এক্সপেন্সিভ জিনিস, এটা ওটা সেটা কিনে টাকা করে ফিনিস”, showing how her expensive tastes quickly drain his money. He continues “ইনকাম আমার পাঁচ টাকা, তার খরচ দশ টাকা, বলতে বলতে হাজার টাকা, এখন আমার পকেট ফাঁকা”, where he illustrates the clash between his limited earnings and her endless expenses. Still, despite the struggle, he promises her happiness: “কিনে দেবো শাড়ি তোকে, কিনে দেবো শাড়ি গাড়ি, আদি মোহিনীমোহন থেকে কিনে দেবো শাড়ি”, suggesting that he is willing to sacrifice and even buy her a sari from famous shops.

Ebar pujoy chai amar 2 0 lyrics later verses reflect her disillusionment. She remembers how before marriage he used to stay awake at night painting dreams: “বিয়ের আগে স্বপ্ন কত, দেখাতি রাত জাগাইয়া”, and how he promised, “রাণী করে রাখবি আমায়, সোনা দিয়া বাঁধাইয়া”. But now she realizes those were hollow promises: “এখন বুঝি সবই ছিল, মিথ্যে তোর বাহানা”. The disappointment deepens as she declares, “এইবার গেলে আর আসবো না, কোনো কথা তোর শুনবো না, মিছে ভালোবাসায় আর গলবে না এ মনটা রে”, meaning she will not be fooled again by false love.

Ebar Pujoy Chai Amar 2.0 Lyrics

Her demands then grow sharper: “নাকছাবি আর ঝুমকোলতা এবার আমার চাই রে”, where she asks for nose-rings and earrings along with the sari. Again she repeats, “নইলে যে তোর করবো না ঘর, যাবো বাপের বাড়িরে”, making the playful threat once more. Finally, she concludes with the demand that during Puja, “এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে, নইলে যে তোর করবো না ঘর, যাবো বাপের বাড়ি রে”.

Beneath the humor and exaggeration, the song cleverly portrays the reality of unmet expectations, financial stress, and communication gaps in relationships. The repetition of “বেনারসি শাড়ি” works both as a literal festive desire and a symbolic reminder of love, attention, and recognition.

For her, gifts like jewelry and saris are not just material items but tokens of care and respect. For him, they are a heavy financial burden, though he still tries to provide. Together, ebar pujoy chai amar 2 0 lyrics show how love, material demands, sacrifice, and frustration intertwine in a middle-class couple’s life, making the song relatable, emotional, and satirical at the same time.

About the Author of the Song

Ebar pujoy chai amar 2.0 bengali Durga Puja song is sung by Nilasha Roy and rap by Jahir Abbass. Ebar pujoy chai amar 2 0 lyrics are written by Rathin Majhi. Mixing and Mastering by Apu debnath. Programing by Hrishikesh Banerjee and Apu Debnath.

Song : Ebar Pujoi Chai Amar 2.0
Singer : Nilasha Roy
Rap : Jahir Abbass
Lyricist : Rathin Majhi
Choreographer and Direction : Mr. Jitu
Cinematography : Tapas Das
Producer : Rathin Majhi
Label : Surer Karigor

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *