Tomake Bujhina Priyo Lyrics (তোমাকে বুঝিনা প্রিয়) | Projapoti Biskut | Chandrani Banerjee
তোমাকে বুঝিনা প্রিয়
বোঝনা না তুমি আমায়
দুরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায় (x2)
তোমাকে বুঝিনা প্রিয়
বোঝনা না তুমি আমায়
দুরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায় (x2)
আমি বাংলায় গান গাই,
আমি বাংলার গান গাই,
আমি আমার আমিকে চিরদিন
এই বাংলায় খুঁজে পাই।
আমি বাংলায় দেখি স্বপ্ন,
আমি বাংলায় বাঁধি সুর
আমি এই বাংলার মায়াভরা পথে
হেঁটেছি এতটা দূর।
বাংলা আমার জীবনানন্দ
বাংলা প্রাণের সুখ,
আমি একবার দেখি, বারবার দেখি,
দেখি বাংলার মুখ। আহা হাহা ..