Abar Bhalobese Felechhi Tomay Lyrics | আবার ভালোবেসে ফেলেছি তোমায় | Nilanjan Ghosal
Abar Bhalobese Felechhi Tomay Lyrics একটা গান মেঘের মত আকাশ জুড়ে ইতস্তত ভাসেহাজার কাঁটাতার পেরিয়ে অনেক ঘুরেতোমার কাছে আসে,একটা সুর গুনগনিয়ে গুনগুনিয়ে ঘুম পাড়িয়ে যায়তেমনি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়,আমি আবার আবার ভালোবেসে ফেলে তোমায়। চুপিসারে খুব গোপনে খামখেয়ালে রাত্রি জাগা ফুলঅন্ধকারে বাতি জ্বেলে খুঁজতে চাওয়া বেয়াক্কেলে ভুল,রাত পোহালে ঠান্ডা ভোরে চাঁদ যেভাবে ফিরে যেতে…