Kala Babu Lyrics

Kala Babu Lyrics | কালা বাবু | F A Sumon | Tosiba

https://youtu.be/qcVTqgG2NKE?si=Vw_gSAlTpTrty-Rh

Kala Babu Lyrics

ও কালা বাবু রে
হইলাম আমি কাবু রে,
দেখে ওই মুচকি হাসি
চায়গো শুধু মনটা আপনারে।

এতো সহজ না, তুই আমায় পাবি না
আমি সিঙ্গেল একা ভালো আছি,
প্যারা থাকে না।
আরে পিরিত বাড়াইস না
তোর মনের ছলনা,
সব ছেলেরা ধোকা খাবে
এমন ভাবিস না ..

ওগো আমার কালা বাবু কেন বুঝেন না
ভাব দেখলে ভালো লাগে মনটা মানে না।

কেন আপনার এতো দেমাক
দেখেও দেখেন না,
বয়স কি আর থাকবে থেমে
কাছে আসেন না।

আমার মতো কে আর আছে
একটু বলেন না,
সহজ করে দেবো সবই
সময়টা দেন না।

এতো সহজ না, তুই আমায় পাবি না
আমি সিঙ্গেল একা ভালো আছি,
প্যারা থাকে না।
আরে পিরিত বাড়াইস না
তোর মনের ছলনা,
সব ছেলেরা ধোকা খাবে
এমন ভাবিস না ..

ওগো আমার কালা বাবু কেন বুঝেন না
ভাব দেখলে ভালো লাগে মনটা মানে না।

পিরিতি অনেক জ্বালা
এইটা কইতে চাইনা কল্লা,
একলা আছি ভালোই আছি
নাইতো প্যারা জ্বালা।
পিছে ঘুইরা লাভ নাই
আমার মনে কোনো ভাব নাই,
তোর মতো সুন্দরী আমার কাছে পেল্লাই।

হিট-কেলাসের প্রেমিক আমি সস্তা খুঁজি না
সফলতা থাকলে মেয়ের অভাব হবে না,
কালা কালা যতই বলো আমি কালা না
উচিত কথা বললে বলবে আমি ভালা না।

এতো সহজ না, তুই আমায় পাবি না
আমি সিঙ্গেল একা ভালো আছি,
প্যারা থাকে না।
আরে পিরিত বাড়াইস না
তোর মনের ছলনা,
সব ছেলেরা ধোকা খাবে
এমন ভাবিস না ..

ওগো আমার কালা বাবু কেন বুঝেন না
ভাব দেখলে ভালো লাগে মনটা মানে না।

Meaning of Kala Babu Lyrics

Kala Babu lyrics is a poignant expression of unrequited love and the pain of longing for someone who does not reciprocate feelings. The lyrics delve into the frustration and despair of the protagonist, who feels overlooked and misunderstood by the person they love.

Kala Babu lyrics repeated phrase “ও কালা বাবু রে” (“Oh, black man”) serves as a metaphorical expression, possibly denoting the darkness or heaviness of the emotions the protagonist feels. The use of color in this context may symbolize the depth of the protagonist’s anguish or the perceived darkness of their situation.

Throughout the song, there’s a sense of resignation and acceptance of being single, yet there’s also a yearning for love and companionship. The protagonist acknowledges their own worth and states that they are content being alone, but deep down, they desire affection and understanding.

Kala Babu Lyrics

Kala Babu lyrics depict a struggle with societal norms and expectations regarding love and relationships. The protagonist challenges the idea that success in love is determined by external factors such as physical appearance or social status. Instead, they emphasize the importance of genuine connection and mutual understanding.

Kala Babu lyrics lines “সব ছেলেরা ধোকা খাবে এমন ভাবিস না” (“Don’t think all boys will deceive you like this”) reflect a sense of disillusionment with past experiences of betrayal and heartbreak. Despite their cynicism, the protagonist still holds onto hope that there might be someone who sees them for who they are and appreciates them.

Kala Babu lyrics captures the complexities of love and the pain of unreciprocated feelings. It conveys a message of self-worth and resilience in the face of rejection, while also highlighting the universal desire for love and understanding. Overall, it’s a heartfelt reflection on the human experience of longing for connection and acceptance.

About the Author of the Song

Kala Babu is a bengali song sung by F A Sumon And Tosiba. Kala Babu lyrics was written by Elias Hussain. Rap Artist and composed by F A Pritom. The music directed by Sk Sagor Shaan. Director of photography by Yasin Bin Ariyan. The music video song directed by Md Samsul Huda. Kala Babu was released on G Series Music YouTube channel on Apr 9, 2024.

Song : Kala Babu
Singer : F A Sumon and Tosiba
Rap Artist And Compose : F A Pritom
Lyricist : Elias Hussain
Music Director : Sk Sagor Shaan
Director : Md Samsul Huda
DOP : Yasin Bin Ariyan
Edit And Color : TD Dipok
Production : Golpowala
Label : G Series Music

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *