Batighor Lyrics | বাতিঘর | Shironamhin Band
Batighor Lyrics কতটা একা বাতিঘর?আলোর সরলরেখা চলে কতদূর?কতটা ম্লান অভিমান?স্মৃতিময়, কত ঢেউ গুনে সব সয়েএখনও একা বাতিঘর। নিরবে দাঁড়িয়ে ধূসরকতটা একা বাতিঘর?স্মৃতিময়, কান্নার রঙে সব সয়েএখনও একা একা। তাই রাত জেগে কেউ অযথাইনিরবে ধীরে ধীরে চুপিচুপি দূরে সরে যাই,তাই রাত জেগে কেউ গান গাইহৃদয়ে চুপিচুপি একা একা স্বপ্ন সাজাই,কতকাল একা বাতিঘর।মেলেনা ঢেউ গুনে বেহিসেবি ঝড়কতদিন…