Hobe Na Dekha Lyrics | হবে না দেখা | Dhumketu | Ishan Mitra
Hobe Na Dekha Lyrics তুমি যে সেদিন গান শোনালে আমায়আর কি কখনো শোনাবে?মনে হয়েছিল চিরদিনের সেই গানভাবিনি দু’দিনে ফুরিয়ে যাবে,ভাবিনি দু’দিনে ফুরিয়ে যাবে। এ বুকে আগুন ছিল, আঙুলে আঙুলদেখা হতে পারে ভেবে কতটা ব্যাকুল,সবকিছু মনে পড়ে যায় আজসবকিছু মনে পড়ে যায়।ওই কাঁধে মাথা রেখে দু’চোখ বুজেআমাদের কেউ আর পেলনা খুঁজে,সবকিছু মনে পড়ে যায় আজসবকিছু মনে…