Mitthye Swapno Lyrics | মিথ্যে স্বপ্ন | Anupam Roy
Mitthye Swapno Lyrics মিথ্যে স্বপ্ন, মিথ্যে খেলা,ছিল কাব্যের মতোই স্বপ্নময়।ধীরে ধীরে ছেঁড়া পাতা,হয়ে গেল যা ছিল বাগ্ময়। ছিল ধোঁয়াশা, মিছে আশা,ছায়া শুধু টুকরো টুকরো।দিনের ছবির ভরা ছিল কাঁপে,অনামি কবি। শুধু রইলো এক চিলতে মিথ্যে হাসিআর রইলো কিছু কান্না, যেন রাশি রাশিবুক জোড়া হাহা করে,একটি আংটি, কবেকার। সেই ভুলে যাওয়া তিথি,আর এক প্রেমিকার মিথ্যে অফিসার।শুধু রইল এক চিলতে মিথ্যে হাসি,আর রইল কিছু…