Nil Rong Chilo Bhishon Priyo Lyrics| নীল রঙ ছিল ভীষণ প্রিয় | Rupam Islam
Nil Rong Chilo Bhishon Priyo Lyrics
সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়,
সেদিনের মত কলেজের ক্লাস
শেষ হয়ে গেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার আকাশ
নীলচে সময় ..
নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিল,
মনে পড়ে কি সেদিন
বলেছিলাম তোমায়?
আজ নীল রং এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল,
নীল বাতাসেও বে-নীল ভেজাল
ভেসে বেড়ায় ..
আহা হা হা..
যেতে দাও সে দিনের মত
আহা হা হা..
পেতে দাও সে দিনের ক্ষত
আহা হা হা..
নীল শরীরে তোমায় ছোঁব
আহা হা হা ..
নীল সাগরে ভাসিয়ে দেব
আহা হা হা..
যেখানে সব বেড়া ভেঙে যায়
আহা হা হা..
সেই দূর পাহাড়ের নীলিমায়
শুনি আজো সেই দূরের তলব
বন্ধ ঘরের সেই পথের ঝলক
পথের সীমায় পাথর ফলক
দেয় ডাক..
ঝকঝকে রোদে কংক্রিট ভীড়
করে আসে ছায়া দেয় বাঁধে নীড়
অস্থির মন অজান্তে স্থির
বলে আজ থাক।
নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিল,
মনে পড়ে কি সেদিন
বলেছিলাম তোমায়?
আজ নীল রং এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল,
নীল বাতাসেও বে-নীল ভেজাল
ভেসে বেড়ায়..
আহা হা হা..
যেতে দাও সে দিনের মত
আহা হা হা..
পেতে দাও সে দিনের ক্ষত
আহা হা হা..
নীল শরীরে তোমায় ছোঁব
আহা হা হা ..
নীল সাগরে ভাসিয়ে দেব
আহা হা হা..
যেখানে সব বেড়া ভেঙে যায়
আহা হা হা..
সেই দূর পাহাড়ের নীলিমায়
সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়
না না না..
Meaning of Nil Rong Chilo Bhishon Priyo Lyrics
Nil rong chilo bhishon priyo lyrics is a Bengali song by Rupam Islam, the lead vocalist of the Indian Bengali rock band Fossils. The song is about the memories of a lost love and the pain and longing that come with it. The title of the song, which translates to “Blue was the most beloved color,” refers to the color of the sky that the singer used to watch with his beloved. The lyrics of the song describe the beauty of the blue sky and how it used to be the most favorite color of the singer’s beloved.
The singer remembers the times when they used to watch the sky together and talk about their dreams and aspirations. However, now that the beloved is gone, the singer is left alone to remember those moments and feel the pain of their absence. It speaks of the deep emotional connection that two people can share and the emptiness that is left when that connection is broken. The music of the song is also very emotional and adds to the overall feeling of sadness and longing that the lyrics convey.
The music and rhythm of nil rong chilo bhishon priyo lyrics perfectly complement the song’s lyrics and help to create a powerful emotional connection with the listener. Nil rong chilo bhishon priyo lyrics, which speak of lost love and the memories that remain, are perfectly complemented by his performance.
About the Author of Song
Neel Rang Chhilo Bhishan Priyo is a superhit romantic Bengali song which was sung by a popular Bengali playback artist Rupam Islam. He is the main vocalist of the popular Bengali Rock Band “Fossils” and this masterpiece was the part of his “Neel Rang Chhilo Bhishan Priyo” Album which was released in 1998. Nil rong chilo bhishon priyo lyrics and the Music composition of this song was also done by Rupam Islam and the song was released on Saregama India Ltd official YouTube channel.
The electric guitar and bass provide a strong basis for the music, giving the song a uniquely rock-inspired tune. However, the addition of the violin solo towards the end adds a touch of classical influence and enhances the emotional impact of the song. The vocals of Rupam Islam are also an integral part of the song’s feel and rhythm. His voice is passionate and honest, expressing a feeling of deep desire and sadness. His raw and emotional performance perfectly captures the feelings of loss and nostalgia that are at the heart of the song.
Song: Nil rong chilo bhishon priyo lyrics
Song: নীল রঙ ছিল ভীষণ প্রিয়
Artiste: Rupam
Music Director: Rupam
Lyricist: Rupam
Album: Neel Rang Chhilo Bhishan Priyo