Hok Startup Lyrics

Hok Startup Lyrics | Ash King | Aamar Boss

Hok Startup Lyrics

হঠাৎ তো চেনা সাদা মেঘের দল,
ভিড় করে আসে আকাশে।
স্বপ্ন দেখতে জানি, খরচা নেই,
ঝুঁকি নেওয়ার উল্লাসে।

প্রথম নতুন কিছু লাগে না ভালো,
মনে হয় ভারি অদ্ভুত।
কিছুটা সাহস নিয়ে এগিয়ে যায়,
সিস্টেম তোকে রিবুট।

জীবন সহজ হতে পারবে না,
শুরু হয়ে গেলে প্রক্রিয়া।
মাথার ভেতরে কিলবিল করে,
রাশি রাশি আইডিয়া।

হোক স্টার্ট আপ, স্টার্ট আপ,
হোক স্টার্ট আপ…
হোক স্টার্ট আপ, স্টার্ট আপ,
হোক স্টার্ট আপ…

কাল যে ছিল আকাশ কুসুম,
আজ আর তার স্বপ্ন নেই।
নতুন পথে চলা শুরু,
শপথ পরিবর্তনের।

ভোরের সূর্য উঠলে,
কাল যা ভুল ছিল, সব হবে ঠিক।
পাল্টাবে সবকিছুই ,
টাইম ফর চেঞ্জ, পজিটিভ।

দূরবিনে চোখ রেখে পেরো পান্তর পার,
কল্পনার রঙে ছবি, বাস্তব তার।
চোখের দিকে তাকাও,
দেখবি নেই কোনও ভয়,
বুকে বিশ্বাস, এভাবেই পাল্টাতে হয়।

আজ দিন বদলে, স্বপ্ন ঘরে মাথায়,
রাতের পর রাত কফির দাগ জমে খাতায়।
চোখের পাতায় জিবদা শেখায় লড়ে যেতে,
নতুন দিগন্তের দিকে হবে দৌড়ে যেতে।

ছাড়িস না হাল, শুধু লড়ে যাবি,
উঠে দাঁড়াবি যতবারই পড়ে যাবি।
মানুষ হতে পারলে, কিছু করে খাবি,
আর কিছু করে খেতে পারলে, মানুষ হয়েই যাবি।

স্ক্র্যাচ থেকে একদম শুরু করে,
বড় হবার নেই বারং।
চলতে চলতে জানি, এই পথে
পেয়ে যাব ইউনিকর্ন।

জীবন সহজ হতে পারবে না,
শুরু হয়ে গেলে প্রক্রিয়া।
মাথার ভেতরে কিলবিল করে,
রাশি রাশি আইডিয়া।

হোক স্টার্ট আপ, স্টার্ট আপ,
হোক স্টার্ট আপ…
হোক স্টার্ট আপ, স্টার্ট আপ,
হোক স্টার্ট আপ…

Meaning of Hok Startup Lyrics

Hok Startup lyrics reflects the spirit of change, growth, and resilience, centered around the theme of entrepreneurship and personal transformation. It begins with the line “হঠাৎ তো চেনা সাদা মেঘের দল” (Suddenly, a group of familiar white clouds), symbolizing how change can appear unexpectedly in life. The narrator expresses an ability to dream freely, without limits, and a willingness to embrace risk and challenges with excitement, much like the anticipation of a new journey. This sense of freedom is vital when embarking on a fresh start or facing the unknown.

Hok Startup lyrics acknowledges that new beginnings often feel uncomfortable and foreign. The line “প্রথম নতুন কিছু লাগে না ভালো” (At first, new things don’t feel good) conveys this initial hesitation and discomfort. However, as the narrator pushes forward with courage, the metaphor of rebooting the system suggests a personal reset and a fresh approach to life.

Life, as expressed through “জীবন সহজ হতে পারবে না” (Life won’t be easy), is filled with challenges, and once you embark on any process, it becomes an ongoing journey of growth. The constant flow of ideas, as the song mentions, mirrors the mental activity and creative energy that fuels personal transformation and success.

Hok Startup Lyrics

Hok Startup lyrics repeated line “হোক স্টার্ট আপ” (Let it be a startup) captures the essence of embracing uncertainty and starting anew. A startup represents not just the challenges of beginning something fresh but also the immense potential it holds. It encourages resilience in the face of adversity, urging the listener to see the beauty in building from scratch and embracing change. The journey is akin to the metaphorical “ইউনিকর্ন” (unicorn), something rare and extraordinary that can be achieved after persistent effort and innovation.

Hok Startup lyrics line “কাল যে ছিল আকাশ কুসুম, আজ আর তার স্বপ্ন নেই” (Yesterday, the sky was a flower, today its dream is gone) beautifully reflects the need to move on from past dreams that no longer serve us. It’s about embracing new paths and making the choice to begin again, much like the process of change symbolized by the rising sun, which promises hope and new beginnings. “টাইম ফর চেঞ্জ, পজিটিভ” (Time for change, positive) encourages an optimistic outlook, signifying that change, though inevitable, can lead to positive transformations.

Hok Startup Lyrics

Through the line “ছাড়িস না হাল, শুধু লড়ে যাবি” (Don’t give up, just keep fighting), the song reinforces the importance of resilience and perseverance. It reminds us that no matter how many times we fall, we must get up and continue, knowing that the struggle is an integral part of the journey to success.

Hok Startup lyrics idea of starting from scratch, symbolized by “স্ক্র্যাচ থেকে একদম শুরু করে” (Starting completely from scratch), is a testament to the idea that even though the road to success is long and challenging, it is the determination to keep going that leads to eventual fulfillment. Ultimately, hok Startup lyrics is an anthem of personal transformation and entrepreneurial spirit, pushing the listener to embrace uncertainty and believe in the power of persistence and self-belief.

Song : Hok Start-Up
Singer : Ash King
Music & Lyrics : Anupam Roy
Rap Lyrics & Vocals : Cizzy & Disha
Arrangement & Programming : Shamik Chakravarty
Recorded By : Shubhroneel Basu (Raja’s Cue studio)
Mixed & Mastered By : Anindit Roy
Flim : Aamar Boss

Other Songs of Aamar Boss Flim : Malachandan Lyrics

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *