Parbe Na Lyrics | পারবে না | Tanveer Evan
Parbe Na Lyrics
তুমি চাইলে কি আমাকে, সামলাতে
পারবে না, পারবে না,
তুমি চাইলে কি স্মৃতিগুলো
সরিয়ে দিতে মন থেকে,
পারবে না, পারবে না।
আমার ব্যাকুল এ মনে
তুমি বারে বারে ফিরে আসো,
ফিরে আসো,
আমার দ্বিধার এ জীবন
খুঁজে তোমায় শুধু বারে বারে,
বারে বারে।
তুমি নেই আর মনেরও আঙিনায়
লুকিয়ে তুমি আছো কার বুকে?
তুমি নেই আর মনেরও আঙিনায়
লুকিয়ে তুমি আছো কার বুকে?
এ এ এ .. উ উ উ ..
ভুল বুঝাবুঝি সব মানিয়ে আমি
করবো রাজি হও এখনই, আমারই,
যত শর্ত তোমার
সবই মাথা পেতে আমি রাজি,
হ্যাঁ এখনই, এখনই।
তুমি চাইলেই আমি পারি মরুভূমি
দিবো দুজনে হাতে হাত রেখে শেষ মাঝপথে,
তুমি চাইলেই রাজি তারা আকাশ দাবি
আমার স্বপ্নতে তুমি আছো, শুধু তুমি।
তুমি নেই আর মনেরও আঙ্গিনায়
লুকিয়ে তুমি আছো কার বুকে?
তুমি নেই আর মনেরও আঙ্গিনায়
লুকিয়ে তুমি আছো কার বুকে?
এ এ এ .. উ উ উ ..
Meaning of Parbe Na Lyrics
Parbe Na lyrics reflects the theme of unfulfilled love and the emotional turmoil associated with it. Parbe Na lyrics also convey a sense of longing and heartache, expressing the singer’s desire for a Parbe Na lyricsconnection that seems elusive. The repeated refrain of “পারবে না, পারবে না” (won’t happen, won’t happen) emphasizes the perceived impossibility of attaining the desired union.
The singer describes a state of inner conflict, torn between the memories of the past and the uncertainty of the future. The lines “তুমি চাইলে কি স্মৃতিগুলো সরিয়ে দিতে মন থেকে” (If you wish, can I erase the memories from my heart) express a willingness to let go of the haunting memories if it brings solace.
The recurring plea for the beloved to return, as seen in “তুমি বারে বারে ফিরে আসো” (Come back again and again), highlights the perpetual hope and yearning for reconciliation. The singer’s emotional struggle is vividly captured in the lines “আমার দ্বিধার এ জীবন খুঁজে তোমায় শুধু বারে বারে” (In this conflicted life, I search for you again and again).
The absence of the beloved is likened to an empty space in the heart, as expressed in “তুমি নেই আর মনেরও আঙিনায় লুকিয়ে” (You are not there, hidden in the corner of my heart). This absence is not only a physical one but also a lingering presence in the singer’s thoughts and emotions.
Parbe Na lyrics latter part of the song introduces a shift in tone, where the singer expresses a willingness to accept and reconcile with the situation. The lines “ভুল বুঝাবুঝি সব মানিয়ে আমি করবো রাজি” (Mistakes understood, I accept everything) indicate a mature acknowledgment of the complexities of the relationship.
Parbe Na lyrics closing verses introduce a sense of determination and commitment, with the singer expressing readiness to fulfill any conditions set by the beloved. The lines “তোমার সবই মাথা পেতে আমি রাজি, হ্যাঁ এখনই, এখনই” (I am ready to accept everything you say, yes, right now) convey a sense of urgency and sincerity in the desire for resolution.
Overall, this song beautifully captures the emotional depth of unrequited love, portraying a journey of longing, introspection, and finally, a willingness to embrace whatever comes, all set against a backdrop of melodic and poignant music.
About the Author of the Song
Parbe Na is a bengali song sung by Tanveer Evan. Tanveer Evan is musician and songwriter from bangladesh. Parbe Na lyrics was written by Tanveer and the music of the song is composed by ZAYEM. Tanveer released Parbe na on his youtube channel on 15 Dec, 2023.
Name : Parbe Na Lyrics
Singer, Lyrics and Tune : Tanveer Evan.
Music : ZAYEM.
Director : Jahid Al Bappy.
Assistant Director : Papon Das.
Editing : Sayed & Bishal.
A Production of Tanveer Evan.