Vorosha Ase Lyrics

Vorosha Ase Lyrics | ভরসা আছে | Kaaktaal

Vorosha Ase Lyrics

যায় দিন ভালো আর আসে দিন কালো বলে
কত শত শকুনেরা হাসে আর কাঁদে
তারা গুজবে সুযোগ খুঁজে গুষ্টি উদ্ধার করে
কারও বিছানাতে ঘুম নাই, কি হবে তার পরে
বলে ভরসা নাই, বলে ভরসা নাই, ভরসা নাই কে কখন কি করে
ভরসা আছে শুধু ভরসা আছে আমি জানিনা কিসের উপরে।।

যারা ১৫ না না ৫০ বছর প্রতিশ্রুতি দিসে ভাঙসে
জোট বাইন্ধা তারা কইতাসে আর মন দিয়া আপনি শুনতাসেন
যে তাদের ছাড়া উপায় নাকি নাই…
দেখসি তাদের দৌড় কতদূর- গদির লোভে চুদুরবুদুর
কইরা পকেট ভইরা- দেশটা খাইয়া কইবো – পেটটা ভরে নাই
সামনে ঝরে সুন্দর বুলি- পিছে ঘুরলে মারে গুলি
যত তাদের ছল চাতুরি – বুঝে জনগণ
ভাইসব তাইলে এইবার কন
কারে বিশ্বাস করবেন? কারে বিশ্বাস করবেন?
বন্ধুর সাজে শত্রু নাকি যারা শত্রু করতাসে দমন?

তাও কয়
ভরসা নাই, কয় ভরসা নাই, ভরসা নাই নতুনদের তরে
ভরসা আছে শুধু ভরসা আছে শুধু একমাত্র নিজের উপরে।।
হায় হায় হায় হায় হায় হায় কি কয়? এ-তো বড়ই চিন্তার বিষয়

নিজের উপর ভরসা যখন, আপ্নের কাম কোথায়?
ও ভাই, কন না কি করসেন, দেখি আপ্নের কাম কোথায়?
কাটা ঘায়ে নুনের ছিটা- আগুনেতে ঘি ঢাইলা
কি যে উদ্ধার করতে বইসেন- লাগে বড় ভয়।

অনেক ধৈর্য ধরসেন বুঝলাম- আরেকটু ধরেন পারলে
নিজে যা যা করতে পারেন সেইটুক তো করেন।
নাকি কথা কওয়া ছাড়া আপনে পারেন না কিছুই?

তাইলে ভালো কথা কইতে আপনার চুলাকাইতেসে ক্ই?
নাকি খারাপ কথা কওয়া ছাড়া পারেন না কিছুই?

সরকার শুধু লিডার না ভাই – সরকার হইল আমরা সবাই
যার যার কাজ ঠিকমত করলে – কে করবে ক্ষতি?
রাস্তায় কত ছাত্র জনতা- দেখাইতেসে তাদের ক্ষমতা
একদিনে সব ঠিক হইবনা- অনেক কাজ বাকি

এতদিন কে কোথায় ছিল? ডাকাত আইসা মিলায় দিল
আমার তোমার সবার বন্ধু আর প্রতিবেশি
দেখবেন আরও কত কি…

দাবি দাওয়া অনেক জানি – পূরণ যদি নিজেরাই করি?
সবাই মিললে সবই হইবো – শুরু তো করি
কিছু নাইলে কথায় বড়- ন্যায্য কাজে হাত গুটানো
বন্ধুর মত দ্যাখতে আসল শত্রু চিনা যায়। ও ভাই শত্রু চিনা যায়…

তাদের
ভরসা নাই, কোন ভরসা নাই, ভরসা নাই তারা পল্টি মারে
ভরসা আছে শুধু ভরসা আছে যারা কথা কম কাজ বেশি করে।।

কইসি ধৈর্য ধরেন, কাম আসে- যাবেন যার যার অফিসে
উলটা পালটা অর্ডার আইলে- করবেন না কাম শোপিসের
দুর্নীতিটা বাদ দেন এইবার- সময় আসল নীতি ধরবার
মাইনষের ক্ষতি করলে সেইটা নিজের হইয়া যায়।
সবাই মিলে কামে লাগেন, অধিকারের কথা বলেন
কথার সাথে কাজ মিলান আর হাতের সাথে হাত
তারপর

যার যার জায়গায় চর্চা করেন আসল সম্প্রীতি।
দেশটা স্বাধীন হইল মাত্র- দেশ গড়া বাকি- কিন্তু
যাত্রা শুরুর আগেই পথে শত্রু কুচক্রী।

তাদের ভরসা নাই ভাই ভরসা নাই কোন ভরসা নাই- কখন কি করে
ভরসা আছে শুধু ভরসা আছে এই জনগণ ভালো মন্দ বুঝে।

ভরসা নাই, কোন ভরসা নাই, ভরসা নাই যারা পল্টি মারে
ভরসা আছে শুধু ভরসা আছে যারা কথা কম কাজ বেশি করে।।

¬ভরসা নাই ভাই ভরসা নাই কোন ভরসা নাই- যারা শান্তি চায়না
ভরসা আছে শুধু ভরসা আছে যারা রক্ত গরম মাথা ঠান্ডা!

বলো ভরসা আছে শুধু ভরসা আছে আমার ভরসা আছে তবু ভরসা আছে
ভরসা আছে তবু ভরসা আছে এই দেশের সবার মঙ্গল হবে।

Meaning of Vorosha Ase Lyrics

Vorosha Ase lyrics expresses profound disillusionment with the state of political leadership and societal trust. It starts with a reflection on the cyclical nature of hope and despair, suggesting that while days may seem to alternate between good and bad, the pervasive influence of deceitful and manipulative figures—metaphorically described as vultures—makes it hard to find genuine solace or reliability. The singer laments the lack of trust in promises made by those in power, who for decades have broken their commitments, leading to widespread skepticism and disillusionment.

Vorosha Ase lyrics criticize the political establishment for failing to deliver on their promises, contrasting their grandiose rhetoric with their actions, which are seen as self-serving and detrimental to the public. There is a stark portrayal of corruption and exploitation, where leaders are depicted as prioritizing their personal gain over the well-being of the nation. Vorosha Ase lyrics conveys frustration over the repetitive nature of broken promises and the deceitful strategies employed by those in power, emphasizing the need for genuine action rather than empty words.

Vorosha Ase Lyrics

Vorosha Ase lyrics chorus of the song echoes a central theme: the only reliable source of hope is oneself. The singer advocates for self-reliance and personal accountability, suggesting that individuals must trust their own efforts and judgment rather than relying on unreliable leaders. The song criticizes those who only talk about change without taking concrete actions, highlighting the disconnect between rhetoric and reality.

Vorosha Ase Lyrics

Furthermore, Vorosha Ase lyrics call for a collective effort from the public to challenge corruption and inefficiency. It emphasizes that government is not just about leaders but involves everyone’s contribution and responsibility. The song urges people to engage actively, work towards practical solutions, and be wary of deceitful behavior disguised as friendship or support. It also stresses the importance of unity and perseverance, recognizing that societal change is a gradual process that requires continued effort and vigilance.

Ultimately, Vorosha Ase lyrics is a powerful critique of political failures and a call to action for personal and collective responsibility. It underscores the need for genuine commitment to change and warns against the dangers of complacency and disillusionment. Despite the evident flaws in leadership, the song concludes with a hopeful note, advocating for the power of self-belief and the collective strength of the people to bring about meaningful change for the betterment of the nation.

Song – Vorosha Ase Lyrics
Lyric Tune Voice : AiA Lemonsky

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *