Se Prothom Prem Amar Nilanjana Lyrics | নীলাঞ্জনা | Nachiketa Chakraborty

Se Prothom Prem Amar Nilanjana Lyrics

লাল ফিতে সাদা মোজা সু-স্কুল ইউনিফর্ম

ন’টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম,

পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে

দেখে সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম,

এরপর একরাশ কালো কালো ধোঁয়া

স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া,

এরপর বিষন্ন দিন বাজে না মনোবীণ

অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন,

হাজার কবিতা বেকার সবই তা

হাজার কবিতা বেকার সবই তা

তার কথা কেউ বলে না,

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা,

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।। 

সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়

রক, থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়,

হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি

একঘেঁয়ে হয়ে যেত সময় সময়,

তখন উদাস মন ভোলে মনরঞ্জন

দাম দিয়ে যন্ত্রনা কিনতে চায়,

তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা

ও মনের গভীরতা জানতে চায়,

যখন খোলা চুলে হয়তো মনের ভুলে

তাকাতো সে অবহেলে দু’চোখ মেলে,

হাজার কবিতা বেকার সবই তা

হাজার কবিতা বেকার সবই তা

তার কথা কেউ বলে না,

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা,

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।। 

অংকের খাতা ভরা থাকতো আঁকায়

তার ছবি তার নাম পাতায় পাতায়,

হাজার অনুষ্ঠান প্রভাত ফেরীর গান

মন দিন গোনে  এই দিনের আশায়,

রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল

মন শুধু সে ক্ষনের প্রতিক্ষায়,

রাত্রির আঙিনায় যদি খোলা জানালায়

একবার একবার যদি সে দাঁড়ায়। 

বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন

নিজেতে ছিলো মগন এ প্রানপণ,

হাজার কবিতা বেকার সবই তা

হাজার কবিতা বেকার সবই তা

তার কথা কেউ বলে না,

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা .. 

Meaning of Se Prothom Prem Amar Nilanjana Lyrics

Se Prothom Prem Amar Nilanjana lyrics begins with the line ”Hajar kobita Bekar sobi taa,” which means “A thousand useless poems, and no one speaks of them.” Se Prothom Prem Amar Nilanjana lyrics line sets the stage for the rest of the song, emphasizing the uniqueness of the protagonist’s love for Nilanjana. He sings about the way she makes him feel, and how he is willing to do anything to be with her. One of the most memorable lines of the song is the “Nilanjana premiker kolpona” suggests that the protagonist’s love for Nilanjana is idealistic and romanticized, and they are deeply curious about the mysteries of her heart.

Se Prothom Prem Amar Nilanjana lyrics

Se Prothom Prem Amar Nilanjana lyrics second part of the line ”Jokhon khola chule hoyto moner vule Takato se abohele du chokh mele” reveals the protagonist’s vivid imagination and their desire for Nilanjana to notice their feelings. It suggests that If the wind carries their thoughts and feelings towards Nilanjana, and if she were to catch even a glimpse of their love, then it would make their heart race and eyes shine with hope.

Impact of Se Prothom Prem Amar Nilanjana Lyrics

The impact of “Se Prothom Prem Amar Nilanjana” goes beyond its popularity as a love song. The song has become a cultural touchstone, representing the power and beauty of Bengali music. It is a testament to the enduring nature of art that a song released nearly 30 years ago can still resonate so deeply with listeners today.

In conclusion, “Se Prothom Prem Amar Nilanjana” is a masterpiece of Bengali music that captures the intense emotions of first love in a way that is both poetic and profound. The song’s enduring popularity is a testament to its power to move and inspire listeners. It is a timeless classic that will continue to be beloved for generations to come.

About the Author of the Song

“Se Prothom Prem Amar Nilanjana lyrics” is a classic love song in Bengali music that has captured the hearts of millions of listeners since its release in 1994. Composed by the renowned Indian composer Nachiketa Chakraborty, the song is a beautiful expression of the intense emotions of first love.

Nilanjana lyrics of the song are poetic and emotional, filled with vivid imagery and metaphors that convey the depth of the protagonist’s emotions. The title of the song itself, “Se Prothom Prem Amar Nilanjana,” sets the tone for the rest of the lyrics, which describe the protagonist’s intense feelings for a girl named Nilanjana.

Song: Se Prothom Prem Amar Nilanjana Lyrics
Artiste: Nachiketa
Music Director: Nachiketa
Lyricist: Nachiketa
Album: Ei Besh Bhalo Aachhi

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *