Prarthona Lyrics

Prarthona Lyrics | প্রার্থনা | Kaaktaal

Prarthona Lyrics

ঘুমের মাঝে জেগে থাকা স্বপ্ন ভেঙে
বাস্তবতা থেকে একটু ভিন্ন পথে
দুঃস্বপ্ন আর দুঃস্বপ্নের মাঝে আরও কিছু স্বপ্নে
আবারও তোমার জন্য দুহাত পেতে দাঁড়িয়ে
বাতাসে ওড়া শত অভিযোগ আর ধুলোর স্পর্শে –
চিন্তার ঝড়ে ডুবে অন্ধ ঘর বন্ধ দরজা

দুর্ভাগ্যের পূর্বাভাসে তালা ঝুলছে ভাঙা হৃদয়ে
বিদ্যুৎ চিৎকারে চোখ কান চেপে ঘুমের প্রার্থনা

আমি ঝড়ের বাতাসে নিজেকে জড়িয়ে ডেকেছি তোমায় চিৎকার করে
তুমি শুনতে পাবে না জেনেও
স্বপ্নের মাঝে বাস্তবতা খুঁজে আশাবাদী আজও
আমি বেঁচে আছি এখনও

হাজার পথের গল্প শেষে একই রাত একই সকাল
প্রলয় ক্ষণে তীব্র জোছনা – উপহাস -যেন দীর্ঘশ্বাস
তবু ইতিহাসের বারণ ভুলে ঝড়ের আগে স্তব্ধতাকে
প্রার্থনার প্রত্যুত্তর ভেবে ছুটে যাই- খুঁজে পাই

আমি ঝড়ের বাতাসে নিজেকে জড়িয়ে ডেকেছি তোমায় চিৎকার করে
তুমি শুনতে পাবে না জেনেও
স্বপ্নের মাঝে বাস্তবতা খুঁজে আশাবাদী আজও
আমি বেঁচে আছি এখনও

হাজার পথের গল্প শেষে একই রাত একই সকাল
প্রলয় ক্ষণে তীব্র জোছনা – উপহাস -যেন দীর্ঘশ্বাস
তবু ইতিহাসের বারণ ভুলে ঝড়ের আগে স্তব্ধতাকে
প্রার্থনার প্রত্যুত্তর ভেবে ছুটে যাই- খুঁজে পাই

আমি ঝড়ের বাতাসে নিজেকে জড়িয়ে ডেকেছি তোমায় চিৎকার করে
তুমি শুনতে পাবে না জেনেও
স্বপ্নের মাঝে বাস্তবতা খুঁজে আশাবাদী আজও
আমি বেঁচে আছি এখনও
আমি বেঁচে আছি এখনও
আমি বেঁচে আছি এখনও

Meaning of Prarthona Lyrics

Prarthona lyrics reflects a poignant exploration of dreams, reality, and the human experience, encapsulating a journey through the complexities of life. The opening lines evoke the sensation of being awake amidst sleep, a state where dreams collide with reality, leading one down divergent paths. The imagery of navigating through nightmares, seeking solace for a beloved, amidst the tumult of emotions, captures the essence of human struggle and longing. The metaphorical depiction of flying in the wind of accusations and the touch of dust symbolizes the overwhelming challenges and burdens faced in life’s journey.

Prarthona lyrics subsequent verses delve deeper into the emotional turmoil, portraying a heart burdened by the weight of past sorrows, seeking solace amidst the chaos. The reference to the swinging lock on a broken heart and the plea amidst the thunderous cries of electricity and the silent prayers of sleep encapsulates the yearning for redemption and peace.

Prarthona lyrics repetition of the refrain “I cling to you, crying out in the wind’s storm” underscores the theme of seeking comfort and connection amidst adversity, even if unheard or unnoticed. The juxtaposition of dreams and reality, with the enduring hopefulness amidst the search for truth, resonates with the human spirit’s resilience and determination to persevere.

Prarthona Lyrics

As the narrative progresses, the imagery of a thousand tales ending with the same night and morning, and the intense emotions akin to cataclysm and laughter, reflects the cyclical nature of life’s struggles and joys. Despite the chaos and the silent turmoil preceding the storm, there’s a quiet resolve to find answers, to seek solace, and to discover meaning amidst the tumultuous journey.

Prarthona lyrics final repetition of the refrain encapsulates the overarching theme of resilience and survival amidst the uncertainties of life. The acknowledgment of existing within the realm of dreams and reality, with the enduring optimism to find truth, reflects the indomitable human spirit’s ability to endure and thrive despite the odds.

In essence, the song serves as a profound exploration of the human condition, weaving together themes of love, loss, hope, and resilience into a tapestry of emotions that resonate deeply with the listener’s own experiences and struggles. Through its evocative imagery and poignant lyrics, it offers solace and reassurance that amidst life’s storms, there is always the possibility of finding light, truth, and renewal.

About the Author of the Song

Prarthona lyrics

Prarthona is a bengali song sung by Aia Lemonsky from the Kaaktaal band. Prarthona lyrics was written and the music was composed and the music arrangement are all done by Aia Lemonsky.
Prarthona song was released on Kaaktaal youtube channel on May 21, 2024.

Song : Prarthona
Singer : Aia Lemonsky
Lyric,Tune, arrangement : Aia Lemonsky
Flute : Nazm Anwr


Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *