Shei Tumi Aaj Dure Lyrics | সেই তুমি | Parineeta
Shei Tumi Aaj Dure Lyrics সেই তুমি আজ দূরে খুঁজে খুঁজে কোথা পাই, সেই আমি ঘুরে ঘুরে ধোঁয়া হয়ে মিশে যাই। কথা ছিল দেখা হবে রোজ ভোরে দুজনায়, কেন থেমে গেছে নদী মন বুঝেও বোঝেনা। ব্যথা জমে, কালো চোখে নিদ্রা আসে না, ঠিক তোর মতন কেউ ভালোবাসে না, বাসে না, ঠিক তোর মতন কেউ ভালোবাসে…