Jhiri Jhiri Batash Kande Lyrics | ঝিরি ঝিরি বাতাস কাঁদে | Shyamal Mitra
Jhiri Jhiri Batash Kande Lyrics ঝিরি ঝিরি বাতাস কাঁদে, তোমায় মনে পড়ে। (x2) একি ব্যাথা জাগে, বড়ো একা লাগে চোখে যে মেঘ করে। লোকে বলে যে হায় নীলা নাকি কারো সয়, কারো সয়না তাই আমার আকাশ মেঘে ঢাকা নীল কভু হয়না। নদী আমার সুনিল সাগর শুধুই খুঁজে মরে। একি ব্যাথা জাগে, বড়ো একা লাগে চোখে…