Kacher Manush Dure Lyrics | কাছের মানুষ দূরে | Majharul Mikat
Kacher Manush Dure Lyrics কাছের মানুষ দূরে রেখে আমিঢেউ গুনি একা কূলে,পাতাঝরা এই বুকের মাঝেকত স্মৃতি আসি ভুলে। শেষের দিকের পাতায়না-লেখা প্রেমের কবিতায়,দাঁড়িয়ে তুমি কেন থাকোনীরবতায়। আমি পেতে চাই ফিরেপুরোনো আমাকে আবার,এতো আলোর ভিড়েআমার জীবন আঁধার। কাছের মানুষ দূরে রেখে আমিঢেউ গুনি একা কূলে। তুমি দিয়েছো তাই এতো ব্যথা পাওয়াআর কেউ নেই তোমার মতো,একই তুমি…