Konna Lyrics | কন্যা | Imran Mahmudul
Konna Lyrics পথে পথে হাসি মেখে ফুলেরা গান ছড়ালো উড়ে উড়ে কুহ সুরে পাখিরা গান শোনালো আমি ডুবেছি মায়ায় আহা কি যে করে হায় আমি ডুবেছি মায়ায় আহা কি যে করে হায় গোপনে খুঁজি করে কন্যা কন্যা কন্যা রে বলবো মনের কথা শোন না রে কন্যা কন্যা কন্যা রে বুকে বইছে প্রেমের বন্যা রে কন্যা ও কন্যা ও কন্যা ও কন্যা তোকে ঘিরে দিকের গোলা খুশি রং ছড়ালো রংধনটা আমায় দেখে আদরে…