Du Haatey Mutho Bhorey Lyrics | দুহাতে মুঠো ভরে | Debraj
Du Haatey Mutho Bhorey Lyrics দুহাতে মুঠো ভরেআলগা কপাল জুড়ে,দেবো তোমার গালে গল্পের মুখ।তুমি প্রচ্ছদে রং দেবেশব্দে বরং দেবে,গল্পে ছড়িয়ে দেবে গন্ধের সুখ। প্রাচীন মহাকাশেআদরে দুকূল ভাসে,প্রাচীন মহাকাশেআদরে দুকূল ভাসে,পাতায় পাতায় জোটে ঠোঁটের ম্লান। হুম হুম হুম.. আরও আদিমে গাছ হবেসূর্য নরম হবে,কান্নার গভীরে দেখি ভাসছে দালান।আরও আদিমে গাছ হবেসূর্য নরম হবে,কান্নার গভীরে দেখি ভাসছে…