Swastikar Gaan Lyrics | স্বস্তিকার গান | Abhishek Chakraborty
Swastikar Gaan Lyrics তুমি পারো যদি..তুমি পারো যদি দাও গো উঁকিআমার পৃথিবীতে,তোমায় ফুলের দোলনা সাজিয়ে দেবোশিউলি গাছের নিচে,তুমি বসবে সেথায় দেখবে আমায়দেখবো তোমায় আমি,আর ভাসবো দুজন প্রেমের ভেলায়এই অবধি জানি। আর বাদ বাকিটা হোক না যা হয়সামলে নেবো দুজন,নাহয় ডুববো দুজন প্রেমের জলেনোঙ্গর ফেলার মতন,আর ভাসতে যদি চাও কখনোবলবে কানে কানে,আমি চিতিয়ে শরীর উঠবো ভেসেতোমার…