Durga Tumi Themo Na Lyrics | দুর্গা তুমি থেমো না | Lopamudra Mitra
Durga Tumi Themo Na Lyrics তোমাদেরই হাতে আগামী-র চাকাবুঝে নাও অধিকারে,এই অসময়ে চাইলে মেয়েরাসকাল আনতে পারে। শুধু লড়ে যাও নিজের লড়াইছেড়ো না হকের দাবি,মনে রেখো, আছে তোমাদেরই হাতেভবিষ্যতের চাবি। দুর্গা, তুমি থেমো নাএই অর্ধেক আকাশ তোমারই,এ আকাশ ছেড়ে নেমো না। দু’ডানা মাখুক সাহসী বাতাসমুছে যাক সব দ্বিধা,সাম্যকে আজ স্বাগত জানাওঅসাম্যে আলভিদা। তুমি আছো তাই এখনও…