Mon Amar Doure Palay Lyrics | মন আমার দৌড়ে পালায় | Mahtim Shakib
Mon Amar Doure Palay Lyrics
মন আমার দৌড়ে পালায়
সে যদি সামনে দাঁড়ায়,
চোখ আমার বৃষ্টি ঝরায়
সে যদি দূরে হারায়।
চেয়ে থাকি তার আশাতে
কথা বলি তার ভাষাতে,
লুকোচুরি লুকোচুরি কত ইশারা ..
তবে কি প্রেম এসেছে
তবেকি প্রেম এসেছে মনের আঙিনায়।
মন আমার দৌড়ে পালায়
সে যদি সামনে দাঁড়ায়,
চোখ আমার বৃষ্টি ঝরায়
সে যদি দূরে হারায়।
চুপিসারে তাকে ভেবে স্বপ্নে বিভোর হই
আমার গল্পে সারাটাক্ষন সে করে হৈচৈ।
চেয়ে থাকি তার আশাতে
কথা বলি তার ভাষাতে,
লুকোচুরি লুকোচুরি কত ইশারা ..
তবেকি প্রেম এসেছে
তবে কি প্রেম এসেছে মনের আঙিনায়।
অভিসারে তাকে নিয়ে ভাসবো খুশির নায়
আমার উঠোন ভরবে আলোয় সে হাঁটিলে পায়।
চেয়ে থাকি তার আশাতে
কথা বলি তার ভাষাতে,
লুকোচুরি লুকোচুরি কত ইশারা ..
তবেকি প্রেম এসেছে
তবে কি প্রেম এসেছে মনের আঙিনায়।
Meaning of Mon Amar Doure Palay Lyrics
Mon amar doure palay lyrics express the emotions of love, longing, and the complexities of relationships. The verses depict a journey of emotions, from the thrill of seeing the beloved to the subtle expressions of affection and the uncertainties of love.
Mon amar doure palay lyrics begins with the singer expressing the sensation of their heart racing when the beloved approaches, but also the vulnerability felt when the person moves away. This dichotomy captures the essence of love, where joy and uncertainty coexist. The imagery of rain in the eyes suggests a metaphor for tears and emotional turbulence, possibly indicating the pain of separation or unrequited love.
Mon amar doure palay lyrics lines “চেয়ে থাকি তার আশাতে কথা বলি তার ভাষাতে” convey the theme of unspoken desires and the yearning to communicate with the beloved in their own language. The use of the phrase “লুকোচুরি লুকোচুরি কত ইশারা” suggests a playful aspect to the relationship, implying hidden signals and gestures that convey emotions without explicit words.
As the song progresses, the repetition of the lines “তবে কি প্রেম এসেছে তবেকি প্রেম এসেছে মনের আঙিনায়” reinforces the central theme of love having arrived and settled in the chambers of the heart. This repetition adds a rhythmic and melodic quality to the song, emphasizing the depth and permanence of love in the narrator’s emotional landscape.
Mon amar doure palay lyrics verses “চুপিসারে তাকে ভেবে স্বপ্নে বিভোর হই” and “অভিসারে তাকে নিয়ে ভাসবো খুশির নায়” delve into the introspective and anticipatory aspects of love. Dreaming about the beloved in silence and the anticipation of joyous moments contribute to the emotional depth of the narrative.
The concluding lines “আমার উঠোন ভরবে আলোয় সে হাঁটিলে পায়” suggest a hopeful and uplifting resolution. The idea that the narrator’s spirits will be lifted with light when the beloved walks suggests a transformative and positive impact of love on one’s life.
In summary, mon amar doure palay lyrics captures the multifaceted nature of love – its joys, uncertainties, playful moments, introspection, and the transformative power it holds. The poetic and evocative language, coupled with the musical arrangement, likely creates a rich emotional experience for the listeners, making the song a poignant exploration of love’s complexities.
Song: Mon Amar Doure Palay
Singer: Mahtim Shakib
Lyrics: Lalon Lohani
Tune: Nazir Mahamud
Music: Nazir Mahamud and Team
Label: CMV
Drama: Shei Tumi
Writer: Aboyob Siddique
Director: Mahmudur Rahman Hime
Cast: Musfiq R Farhan & Tanjin Tisha.
Cinematography: Vasker Joni & Bishawjit Datta
Editing & Coloring: Agun Suvo
Producer: SK Shahed Ali
Produced by: Central Music and Video (CMV)