kolorob Hok lyrics

kolorob Hok Lyrics | কলরব হোক পুলিশমন্ত্রী বেয়াদব | Anubhab Maiti

kolorob Hok Lyrics

মানুষ আজ আর নেই যে মানুষ খুবলে খাওয়া পশুর জাত
থাকলে বিবেক কণ্ঠ তোলো তিলোত্তমা বিচার পাক
শরীর জুড়ে আঁচড় কামড় সাদা পোশাক রক্তে লাল
দোষীদের কে রাখতে ঢেকে কে বা কারা বুনছে জাল

ধর্ষিতার ওই গলার স্টেথো প্রাণ বাঁচানোর অঙ্গীকার
নরখাদক পড়বে ধরা দুর্গা মা আজ চায় বিচার
পুলিশ নাকি ব্যস্ত ভীষণ পোস্টমর্টেমে খুব তাড়া
সত্যি টাকে রাখতে ঢেকে কষছে হিসেব ঠিক কারা

কলরব হোক, কলরব হোক
কলরব হোক, কলরব হোক
জবদো হোক, নিস্তব্ধয়া হোক
পুলিশ মন্ত্রি বেয়াদব

যে প্রমাণ কে করতে লোপাট করলে দাহ দুর্গা শব
সেই ঊমারা চাইছে বিচার সত্যি আসুক সামনে সব
একটা মেয়ের গলায়ে স্টেথো রাত জাগা চোখ ক্লান্ত মুখ
তারই কলেজ খুব চেনা রুম মিটল সেথায় জন্মসুখ
কোন সাহসে বলতে পারো নরখাদক ঢুকতে পায়

প্রশ্ন তোল
প্রশ্ন তোল

কোন নেতার হাত তার মাথায়
দুষ্কৃতী আজ পড়লে ধরা শাসক তোমার কিসের ভয়
অপদার্থ কর্তৃপক্ষ রাজ্যটা আর তোমার নয়
তদন্ত হোক নিজের তালে নাক কেন গলাও তুমি
গোদি ছাড়ো রানি তুমি অনাচার করো যদি

কলরব হোক, কলরব হোক
কলরব হোক, কলরব হোক
জবদো হোক, নিস্তব্ধয়া হোক
পুলিশ মন্ত্রি বেয়াদব
একটি মেয়ের থামল উড়ান হাসপাতালে মৃত্যু আজ
অত্যাচারীর ফাঁসির পরে সেই বাবাটার মিটবে শোক
একটি মেয়ের থামল উড়ান হাসপাতালে মৃত্যু আজ

মুখ্যমন্ত্রী ঘুমাও তুমি
সিভিক করুক তোমার কাজ
লক্ষ্মী ভাণ্ডার রাজ্যে আছে নেই ঊমারা নিরাপদ
পথে ঠিকই নামবে ওরা শাসক তোমার খুব বিপদ

পথেই তুমি নামো উমা সঙ্গে নিয়ো ওই ত্রিশূল
শাসক তোমায় দিতে হবে তোমার ভুলের সব মাশুল
এই ক্ষতবিক্ষত সময়ে, সময়
কী করে সারাবে ক্ষত
কী করে ভোলাবে মনের গভীরে
ক্ষত জমে আছে যত
সময় ক্ষতের ছোঁয়াচ লেগেছে
সমাজ ক্ষতের ত্বকে
ক্ষতস্থান দেখি আমার শরীরে
সময়ের ছবি আঁকে

ক্ষত-সারানিয়া সময়ের ঠিকানায় তুমি চিঠি দিও
তাকে লিখে দিও প্রাচীন প্রবাদ তাকে আজও স্মরণীয়
করে রেখেছেই যখন, তখন তারও দায়িত্ব আছে
পৃথিবীর সব ক্ষতস্থান আর ক্ষতিগ্রস্তের কাছে

আমার সময়ে আমার পোশাকে
আমার গিটারে ক্ষত
আমার চেতনা ক্ষতলাঞ্ছিত
অবাঞ্ছিতের-ই মতো
আহত মানুষ নিহত হৃদয়ে
নাগরিক এই সংঘাত
অনুভব ক’রে ভাবে, ঠিক কবে
ভেঙে যাবে সব বিষদাঁত

ক্ষত-সারানিয়া সময়ের সন্ধানে আমি চলে যাব
আর ভেঙে যাব অচল গিটার পুরাতন আসবাবও
টাটকা সময় সামনেই জানি যাতে কোনও ক্ষত নেই
তার কাছে আমি ক্ষমা চেয়ে নেব অতীতের তরফেই

Meaning of kolorob Hok Lyrics

kolorob Hok lyrics referring to seems to be a powerful and evocative piece that addresses social injustices, particularly focusing on issues of sexual violence and systemic failures in handling such cases. It portrays a deep sense of frustration and calls for accountability and change.

kolorob Hok lyrics open with a poignant critique of a society that has degenerated into one where humanity is overshadowed by barbarism. It speaks to a scenario where moral integrity seems absent, and the suffering of individuals, particularly women, is met with indifference or inadequacy from the authorities. The imagery of “white clothes stained with blood” underscores the violence and brutality of the situation, while questioning who is responsible for covering up or perpetuating these crimes.

kolorob Hok Lyrics

kolorob Hok lyrics song moves on to highlight the plight of a victim who has been subjected to sexual assault, expressing anger at the lack of proper response and justice. There is a stark contrast drawn between the urgency and efficiency of police work in other areas and their sluggishness or negligence in cases of sexual violence. The repeated calls for “uproar” reflect a demand for a loud, collective outcry against the injustices and the failures of those in power.

kolorob Hok lyrics challenge the authorities, including police and ministers, accusing them of being indifferent or corrupt. It calls for a comprehensive investigation and justice for the victim, emphasizing that the leaders must face the consequences of their failures. The song questions the courage and integrity of those in power, urging them to confront the issues head-on rather than hiding behind their positions.

kolorob Hok Lyrics

kolorob Hok lyrics latter part of the song reflects on the broader societal impact of such violence and the emotional and psychological scars it leaves behind. It speaks to the idea of healing and addressing these wounds, not just for the victims but for society as a whole. The reference to the “wounded” and the “scarred” suggests a deep-rooted trauma that affects everyone and needs to be acknowledged and addressed.

kolorob Hok lyrics song concludes with a somber reflection on the state of the world and the need for genuine change. It highlights the role of the past in shaping the present and calls for a sincere effort to rectify wrongs and prevent future harm. kolorob Hok lyrics closing lines suggest a personal journey of seeking forgiveness and striving for a better future where such wounds do not persist.

In essence, the song is a powerful social commentary on the failures of the system in protecting and delivering justice for victims of sexual violence. It is a call to action for accountability, societal reform, and a deeper recognition of the trauma inflicted on individuals and communities. Through its evocative language and urgent tone, it seeks to mobilize collective action and foster a culture of justice and empathy.

Song – kolorob Hok
Singer – Anubhab Maiti
Lyrics – Unknown

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *