Kichchu Chaini Aami Lyrics | কিচ্ছু চাইনি আমি | Anirban Bhattacharya
Kichchu Chaini Aami Lyrics
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা,
না না কিচ্ছু চাইনি আমি,
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।
সময়ের ঘষা লেগে
শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে,
আমি একা বসে থাকি
প্রেমিকের অপেক্ষা হয়ে।
বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা,
বাতাসে প্রবাদ আর
আকাশে আদিম ধ্রুবতারা,
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া।
বাসতে বাসতে ভালো
তোমারি দুহাতে গেছি মরে,
বাসতে বাসতে ভালো
তোমারি দুহাতে গেছি মরে,
আবার এসেছি ফিরে
নেভা নেভা ছায়াপথ ধরে,
খুঁজেছি তোমার মুখ
সমস্ত উপকথা খুলে,
রাজকুমারীর মায়া
পৃথিবী যায়নি আজো ভুলে।
না না কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা,
কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।
নীল প্রাসাদের সিঁড়ি
ঢেকে রাখে ধূসর কুয়াশা,
বারবার মরে গিয়ে
আমাদের ফিরে ফিরে আসা।
দেখেছি তোমার বাড়ি
নগরের প্রতি বাঁকে বাঁকে,
দেখেছি তোমার বাড়ি
নগরের প্রতি বাঁকে বাঁকে,
চেনা কিশোরীর মত
আমাকে নানান নামে ডাকে।
আমাদের পথ চেয়ে
মানুষেরা দিন গোনে তাই,
আমাদের পথ চেয়ে
মানুষেরা দিন গোনে তাই,
তোমাকে ভাবে যেন
আজীবন ভালবেসে যাই।
না, না, কিচ্ছু চাইনি আমি
আজীবন ভালবাসা ছাড়া,
আমিও তাদেরই দলে
বারবার মরে যায় যারা।
Meaning of Kichchu Chaini Aami Lyrics
Kichchu chaini aami lyrics convey a sense of emptiness and loneliness that the protagonist is feeling despite having all the materialistic things in life. The first verse starts with the lines “I don’t want anything else, except lifelong love. I keep dying again and again for those who are mine”. The speaker emphasizes on the fact that they only desire love that will last forever, and they keep dying several times for the people who belong to them.
Kichchu chaini aami lyrics second verse depicts the passage of time, where the calligraphy fades away and the speaker waits for their lover’s arrival. The third verse talks about the eternal stars in the sky and how the speaker does not want anything else in life except for their love. The fourth verse mentions the speaker’s memories of their lover’s touch, and how they keep searching for their face in every tale. The speaker recalls the captivating illusion of a princess and how they long for it even now.
Kichchu chaini aami lyrics last two verses refer to their unbreakable love and how they will keep coming back to each other even after death. The song concludes by describing how the speaker has seen their lover’s house and how they recognize it from every corner of the city. The speaker concludes with the idea that they are searching for their lover’s name, and their path will lead them to a lifelong love. Kichchu chaini aami lyrics also talks about the fleeting nature of life and how we can’t hold on to anything forever. It urges the listener to live in the moment and cherish the people and things they have in their lives.
About the Author of the Song
Kichu Chaini Ami” is a soulful song from the Bengali movie “Shah Jahan Regency” composed by Prasen and sung by Anirban Bhattacarya. Kichchu chaini aami lyrics is a reflection of a person’s state of mind who feels lost and incomplete despite having everything. The song also expresses the speaker’s undying love for their beloved.
In conclusion, the song is an ode to everlasting eternal love and how the speaker desires nothing else except the companionship of their lover. The song is filled with vivid imagery and romantic emotions that convey the depth of the speaker’s feelings through simple wordswords that can be felt deeply everytime it’s heard.
Song : Kichchu Chaini Aami Lyrics
Movie : Shah Jahan Regency
Singer : Anirban Bhattacharya
Female Version : Madhubanti Bagchi
Music : Prasen
Lyrics : Dipangshu Acharjya
Directed by : Srijit Mukherji
Music Label : SVF
There are several versions of kichu Chaini Ami available on YouTube varying from Lofi to remix and trance based on the listeners mood. But the femae vesrsion sung by Madhubanti Bagchi is the most popular version of the song.