Coffee Houser Sei Addata Aaj Aar Nei Lyrics | কফি হাউসের সেই আড্ডাটা | Manna Dey

Coffee Houser Sei Addata Aaj Aar Nei Lyrics

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই…

নিখিলেশ প্যারিসে, মঈদুল ঢাকাতে

নেই তারা আজ কোন খবরে

গ্র্যাণ্ডের গীটারিস্ট গোয়ানীস ডিসুজা

ঘুমিয়ে আছে যে আজ কবরে

কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে

পাগলা গারদে আছে রমা রায়

অমলটা ধুঁকছে দুরন্ত ক্যানসারে

জীবন করে নি তাকে ক্ষমা হায়

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই…

সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে

শুনেছি তো লাখ্ পতি স্বামী তার

হীরে আর জহরতে আগাগোড়া মোড়া সে

গাড়ীবাড়ী সবকিছু দামী তার

আর্ট কলেজের ছেলে নিখিলেশ সান্যাল

বিজ্ঞাপনের ছবি আঁকতো

আর চোখ ভরা কথা নিয়ে

নির্বাক শ্রোতা হয়ে

ডিসুজাটা বসে শুধু থাকতো

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই…

একটা টেবিলে সেই তিন চার ঘন্টা

চারমিনারটা ঠোঁটে জ্বলতো

কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়

এই নিয়ে তর্কটা চলতো

রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক

কাজ সেরে ঠিক এসে জুটতাম

চারটেতে শুরু হয়ে জমিয়ে আড্ডা মেরে

সাড়ে সাতটায় ঠিক উঠতাম

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই…

কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ

মুছে যাবে অমলের নামটা

একটা কবিতা তার হোল না কোথাও ছাপা

পেলনা সে প্রতিভার দামটা

অফিসের সোশালে অ্যামেচার নাটকে

রমা রায় অভিনয় করতো

কাগজের রিপোর্টার মঈদুল এসে রোজ

কি লিখেছে তাই শুধু পড়তো

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই…

সেই সাত জন নেই

আজ টেবিলটা তবু আছে

সাতটা পেয়ালা অজোও খালি নেই

একই সে বাগানে আজ

এসেছে নতুন কুঁড়ি

শুধু সেই সেদিনের মালী নেই

কত স্বপনের রোদ ওঠে এই কফি হাউসে

কত স্বপ্ন মেঘে ঢেকে যায়

কত জন এল গেলো

কতজনই আসবে

কফি হাউসটা শুধু থেকে যায়

কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই

আজ আর নেই

কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই

আজ আর নেই..

Meaning of Coffee Houser Sei Addata Aaj Aar Nei Lyrics

Coffee houser sei addata aaj aar nei lyrics describe the “adda” (chit-chat) that used to occur at the coffee shop where poets, thinkers, artists, and students would congregate to talk about a variety of subjects, including politics, literature, music, and more. Coffee houser sei addata aaj aar nei lyrics also considers the distinctive ambience of the Coffee House, with its smoke-filled air and coffee-scented atmosphere, which created the ideal environment for free-thinking and the interchange of creative ideas.

The song coffee houser sei addata aaj aar nei lyrics is a tribute to Kolkata’s rich intellectual and cultural heritage, as well as to the spirit of intellectual curiosity and artistic freedom that was once associated with the Coffee House culture. In the 1960s and 1970s, revolutionaries, intellectuals, and artists frequently gathered in Kolkata’s coffee shops, which are described in the song as having a unique ambiance and culture. These coffee shops were known for their spirited debates and discussions, as well as for the sense of community and camaraderie that grew among the customers.

About the Author of the Song

A well-known Bengali song by Manna Dey is “Coffee House er sei addata.” Satyajit Ray wrote the song in 1958 for his movie “Jay Baba Felunath,” and it has since become a staple of Bengali music. The song has established itself as a cultural touchstone for many Bengalis, and Manna Dey’s performance of it is recognised as one of his most unforgettable. 

Coffee houser sei addata aaj aar nei lyrics is well-known among music lovers because of its distinctive fusion of Western and Indian musical elements. The song has a straightforward 4/4 time signature and a medium pace, which gives it a laid-back vibe. The song features a Western-inspired chord progression with the notes G, Em, C, D, and Am. Indian classical music is clearly audible in the song’s melody, which also incorporates melodic phrasing from the West.

Coffee Houser Sei Addata Aaj Aar Nei Lyrics

Coffee houser sei addata aaj aar nei lyrics incorporates a number of different instruments, such as an acoustic guitar, drums, bass guitar, flute, and tabla. The melody of the song is greatly influenced by the flute and acoustic guitar. Coffee houser sei addata aaj aar nei lyrics has won a lot of praise from critics over the years for Manna Dey’s superb performance as well as its lovely melody and moving lyrics. A well-known Indian newspaper called The Statesman referred to the song “Coffee House er shei addata” as a “classic” that “remains immortal even after four decades” in a review of the movie “Antony Firingee.”

Song: Coffee Houser Sei Addata Aaj Aar Nei Lyrics
Album: Hits Of Manna Dey
Volume 2 Artist: Manna Dey
Music Director: Suparnakanti Ghosh
Lyricist: Gauriprasanna Mazumder

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *