Chokhe Chokhe Lyrics | চোখে চোখে | IMRAN & PUJA
Chokhe Chokhe Lyrics
চলো বসা যাক, দুজনে কথা মনের ঘোর বনিয়ে
কথা বলা যাক, তুমি আমি এতো তা ভেবেছি জানিয়ে
কথা শোনা সনা যাক, মনে মনে আর কি হবে শোব শব লুকিয়ে
শুধু বলা যাক, কোন ভুল কোরিনি তোমায় হৃদয় ঘিরে
জানি তুমি ছারা, নেই সাহারা আর আমার
হা দিশেহারা হয়ে গেছি তাই আবর
চোখে চোখে রাখবো তোমায় বলো না
মনে মনে আঁকবো তোমায় বলো না
কোন দিনো চেরে যাবে না
চোখে চোখে রাখবো তোমায় বলো না
মনে মনে আঁকবো তোমায় শোন না
কোন দিনো চেরে যাবো না
চলো না দেখি আসি, যেখানে ভালো বাসি
লিখে দিলে মোছে না আআআ
সেখানে লেখে আসি, তোমাকে ঘিরে বাছি
কাউকে ই মন খোজেনা
বলো তুমি ছারা, কে সাহারা আমার
হা দিশেহারা হয়ে খুজেছি আবর
চোখে চোখে রাখবো তোমায় বলোনা
চোখে চোখে রাখবো তোমায় বোলোনা
মনে মনে আঁকবো তোমায় বোলোনা
কোন দিনো চেরে যাবে না
চোখে চোখে থাকবো তোমার যাবো না
মনে মনে থাকবো তোমার শোন না
কোন দিনো চেরে যাবো না
দুজোনে পাশা পাশি, এখনও বসে আসি
যেখানে আকাশ নেভে না
গোধুলি খুজে পেলে
তোমাকে ছুতে গেলে
ফিরিয়ে জানি নিবে না
আমার কথার খোজে তোমাকে আবর
তুমি সাহারা হয়ে থেকে যাও আমার
মনে মনে আঁকবো তোমায় বলো না
কোন দিনো চেরে যাবে না
চোখে চোখে থাকবো তোমার যাবো না
মনে মনে থাকবো তোমার শোন না
কোন দিনো চেরে যাবো না
যাবো না জাবোনাআআআআআ
Meaning of Chokhe Chokhe Lyrics
Chokhe Chokhe lyrics filled with poetic expressions and emotions, captures the essence of love, longing, and the desire for a lasting connection. The lyrics evoke a sense of intimacy, urging two individuals to sit together and share their innermost thoughts. The singer expresses a deep contemplation of their relationship, acknowledging the shared moments and the unspoken understanding between them.
Chokhe Chokhe lyrics emphasize the speaker’s reluctance to be separated from their beloved, using metaphors like “চোখে চোখে রাখবো তোমায় বলো না” (I’ll keep you in my eyes, don’t say) and “মনে মনে আঁকবো তোমায় বলো না” (I’ll sketch you in my heart, don’t say). These phrases reflect a desire to preserve the connection and avoid any misunderstandings.
The mention of “সাহারা” (sahara) in the lyrics adds a symbolic layer to the song. “সাহারা” can be interpreted as support or a pillar of strength. The singer conveys that besides the beloved, there is no other support or solace. The lines “জানি তুমি ছারা, নেই সাহারা আর আমার” (I know, without you, there is no support for me) express the deep reliance on the presence of the beloved.
Chokhe Chokhe lyrics verses also touch upon the idea of searching for solace and meaning in life. The lines “চলো না দেখি আসি, যেখানে ভালো বাসি” (Come, let’s go where we find happiness) suggest a shared journey towards a place of contentment and love. The imagery of writing and erasing in the lines “লিখে দিলে মোছে না আআআ” (It doesn’t fade if you write) adds a poetic touch, signifying the permanence of feelings.
Chokhe Chokhe lyrics maintains a consistent theme of not wanting to be separated, expressed through repetition and variations in the chorus. The repeated assurance of staying close, both physically and emotionally, creates a sense of reassurance and commitment.
In conclusion, chokhe chokhe lyrics was beautifully encapsulates the intricacies of love, the fear of separation, and the longing for a connection that transcends time. Through its evocative lyrics and soulful composition, the song becomes a poignant expression of deep emotions and the universal human experience of love and attachment.
About the Author of the Song
Chokhe Chokhe is a Bengali song, sung by Imran and Puja. The Chokhe Chokhe lyrics was written by Pijush Das. Chokhe Chokhe was released on November 7, 2023, on the YouTube channel Central Music and Video [CMV] produced and distributed the song.
Song: Chokhe Chokhe Lyrics
Singer: Imran & Puja
Lyrics: Pijush Das
Tune: Imran Mahmudul
Music Programming & Sound Mix Master: IMRAN MAHMUDUL
Director: Team Shahrear Polock
Cast: Imran, Puja, Dighi, Zilani & Many others.
Production: Prison Films (A brother concern of PGVF)
Label: Central Music and Video [CMV]