Bhulecho Amay Lyrics | ভুলেছো আমায় | Shamiul Shezan
Bhulecho Amay Lyrics
যদি কোনদিন মনে পরে
আমায় কোন বিকেলে
কেদনা তুমি আড়ালে
আমায় ভেবে আনমনে
আজ তুমি নেই আমার হয়ে
হারালে কোন আজানাতে
তবু তোমাকে মনে পরে
সত বেস্ততা ভরা দিনে
তোমার মিথ্যে যত সত্য বাহানা
আমি বুঝেও কেন বুঝতে পারিনা
জানি তুমি ফিরবেনা আর এভাবেই
কেটে যাবে আমার সহস্রকাল
যদি লাগে ভয় একা পথে
ডেকে নিও আসবো সে পথে
কেন তোমাকে মনে পরে
আধার ঘেরা মাঝরাতে
যদি লাগে ভয় একা পথে
ডেকে নিও আসবো সে পথে
কেন তোমাকে মনে পরে
আধার ঘেরা মাঝরাতে
কত গল্প লিখেছি
কত গানে সুর গেঁথেছি কত
ভুল ভুলেছি কত রাত
জেগেছি তোমায় ভেবে
মেনে নিতে পারিনা
তুমি ছুয়েছ অন্য কারো হাত
ভুলে গেছো আমিও ছিলাম
জড়িয়ে তোমায়
এতো মায়ার পিছুটান ছেরে কেন
তুমি আজ নেই পাসে
এখনো আমি হন্য হয়ে
তোমাতেই হারাই গোপনে
তোমার মিথ্যে যত সত্য বাহানা
আমি বুঝেও কেন বুঝতে পারিনা
জানি তুমি ফিরবেনা আর এভাবেই
কেটে যাবে আমার সহস্রকাল
যদি লাগে ভয় একা পথে
ডেকে নিও আসবো সে পথে
কেন তোমাকে মনে পরে
আধার ঘেরা মাঝরাতে
যদি লাগে ভয় একা পথে
ডেকে নিও আসবো সে পথে
কেন তোমাকে মনে পরে
আধার ঘেরা মাঝরাতে
Meaning of Bhulecho Amay Lyrics
Bhulecho amay lyrics emotions conveyed through the verses reflect a deep sense of longing, heartbreak, and the complex nature of relationships. The song captures the essence of unrequited love, where the singer reminisces about moments spent together, expressing the pain of separation and the difficulty of moving on.
Bhulecho amay lyrics depict a vivid portrayal of the emotional turmoil experienced by the narrator. The opening lines express the sudden realization of missing someone, particularly during the evening hours. The imagery of an absent presence and the involuntary thoughts that flood the mind highlight the persistent impact of the person on the narrator’s emotional landscape.
Bhulecho amay lyrics verses go on to convey the aftermath of the separation, with the singer acknowledging the absence of the loved one and the feeling of being lost in an unfamiliar reality. Despite the acknowledgment of the unknown path ahead, there is a lingering hope or desire for the person to return, creating a poignant sense of yearning.
The repetition of the lines “তোমার মিথ্যে যত সত্য বাহানা” (Your lies, so many truths as excuses) suggests a recognition of deception or unfulfilled promises, adding a layer of betrayal to the narrative. The inability to fully comprehend the reasons behind the separation is expressed in the line “আমি বুঝেও কেন বুঝতে পারিনা” (I understand, yet cannot comprehend).
The chorus emphasizes the inevitability of the loved one not returning and the passage of time, symbolized by the phrase “কেটে যাবে আমার সহস্রকাল” (Will pass a thousand ages). This conveys a sense of resignation and acceptance, albeit accompanied by the enduring pain of the separation.
Bhulecho amay lyrics later part of the song introduces a theme of fear and solitude. The lines “যদি লাগে ভয় একা পথে, ডেকে নিও আসবো সে পথে” (If you feel scared on the lonely path, look, I will come on that path) indicate a willingness to provide comfort and companionship, even in the face of past heartbreak.
In summary, bhulecho amay lyrics exploration of love, loss, and the emotional complexities that arise from separation. Through its evocative lyrics, the song captures the universal themes of heartache and the enduring hope for reconciliation, making it a relatable and emotionally resonant piece of music.
About the Author of the Song
Bhulecho amay is a bengali song sung by Shamiul Shezan. Bhulecho amay lyrics written by Altaf Hussain Sagor. Bhulecho amay music composed by Shamiul Shezan. Bhulecho amay was released on Shamiul Shezan youtube channel on 7 February 2024.
Song: Bhulecho Amay (ভুলেছো আমায়)
Artist : Shamiul Shezan
Lyrics : Altaf Hussain Sagor
Tune : Shamiul Shezan
Composition : Shamiul Shezan
Vocal: Shamiul Shezan
Mix and mastered by: Shamiul Shezan
Relaise Date : 7 February 2024